রায়পুরায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু
নরসিংদীর রায়পুরায় ট্রেনের ধাক্কায় কাটা পড়ে অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার(১৮ফেব্রুয়ারি) ভোরে দৌলতকান্দি রেল স্টেশনের পশ্চিম পাশে মহেষপুর ইউনিয়নের সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে উপজেলার মহেষপুর ইউনিয়নের দৌলতকান্দি রেল স্টেশনে ৪০০-৫০০ গজ পশ্চিমে রেললাইনের উপর অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ দেখতে পেয়ে পান স্টেশন মাষ্টারকে খবয় দেয় স্থানীয়রা। খবর পেয়ে ভৈরব রেলওয়ে পুলিশ সকাল ১০টায় ঘটনাস্থল থেকে ওই নারীর লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে ভৈরব রেলওয়ে থানার উপ-পরিদর্শক মোহাম্মদ আলী জানান, রায়পুরা উপজেলার দৌলতকান্দি রেল স্টেশনের ৪০০-৫০০ গজ পশ্চিমে সাপমারা এলাকায় ২৩৯/৩ কি: ২৩৯/৪ এর মধ্যবর্তী স্থান থেকে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক (৩৫)।
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে যে ভোরে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে। একশ গজ পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে থাকা মরদেহের টুকরোগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়।
এসআইআর/এসআইএইচ