পটুয়াখালীতে সাড়ে ৯ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১
পটুয়াখালীর গলাচিপায় সাড়ে ৯ লাখ টাকার জাল নোটসহ মো. খোকন (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃত খোকন রাঙ্গাবালী উপজেলার বাহের চর গ্রামের মৃত তোফাজ্জলের ছেলে।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের পক্ষ থেকে দেওয়া এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান।
ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, খোকন আন্ত:জেলা জাল টাকার নোট বিক্রয় ও বিতরণকারী চক্রের সক্রিয় সদস্য। গতকাল (১৬ ফেব্রুয়ারি) শেষ বিকালে ডিবি পুলিশের একটি চৌকস দল গলাচিপা পৌর শহরের কাঠপট্রি এলাকায় অভিযান চালিয়ে জাল টাকার নোটসহ তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১ হাজার টাকার বিভিন্ন সিরিয়ালের ৭৯৬টি এবং ৫০০ টাকার বিভিন্ন সিরিয়ালের ৩০৮টি জাল নোট জব্দ করা হয়। পরে খোকনকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার সহযোগী একাধিক ব্যক্তির নাম প্রকাশ করে। সে জাল টাকা ক্রয়-বিক্রয়ের সময় বিভিন্ন নাম ব্যবহার করত। এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে গলাচিপা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
তিনি আরো বলেন, খোনকের সহযোগিদের গ্রেপ্তারে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এসইউ/এসআইএইচ