ভাতিজার রক্তাক্ত দেহ দেখে ফুফুর মৃত্যু
কুড়িগ্রামের রাজারহাটে ভাতিজার রক্তাক্ত দেহ দেখে ফুফুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজারহাট সদর ইউনিয়নের কিশামত পূনঃকর এলাকায় এ দুঘর্টনা ঘটে। এ ঘটনায় জড়িত এক যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানান, বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা সদরের কিশামত পূনঃকর গ্রামের আজিজার রহমানের ছেলে রাজমিস্ত্রী এনামুল হকের (৩৫) সঙ্গে একই এলাকার মানিক মিয়ার ছেলে রাশেদুল ইসলামের (২০) কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাশেদুলের ধারালো ছুরির ঘাতে এনামুল হক রক্তাক্ত জখম হয়। খবর পেয়ে ঘটনাস্থলে দৌড়ে আসে এনামুলের ফুফু মিনা বেগম (৪৭)। এ সময় ভাতিজার রক্তাক্ত দেহ দেখে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হলে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী রাশেদুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করে। অন্যদিকে গুরুতর আহত এনামুল হককে উদ্ধার করে রাজারহাট সদর হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা বেগতিক দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজারহাট থানার অফিসার ইনর্চাজ (ওসি) রাজু সরকার জানান, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুইজনের মধ্যে সংঘর্ষে রক্তাক্তের ঘটনা ঘটে। ঘটনার সময় এনামুলের ফুফু মিনা বেগম তার ভাতিজা এনামুলকে রক্তাক্ত অবস্থায় দেখে হার্ট এ্যাটাক করেন। পরে তাকে দ্রুত রাজারহাট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে রাশেদুলকে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুত্তি চলছে।
এসিআর/এসআইএইচ