শেরপুর সীমান্ত থেকে এক কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ
শেরপুরের সীমান্ত এলাকা থেকে জয়নাল আবেদীন (৫০) নামে এক কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সদস্যরা এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে ঝিনাইগাতীর কাংশা ইউনিয়নের তাওয়াকোচা বাংলাদেশ-ভারত ১১০০ নম্বর সীমান্ত পিলারের কাছ থেকে ভারতের বেলাবর বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। জয়নাল আবেদীন শ্রীবরদী উপজেলার রানিশিমুল ইউনিয়নের সীমান্তবর্তী খারামোড়া গ্রামের মৃত শাহ আলী ফকিরের ছেলে।
জয়নাল আবেদীনের পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে গরুর জন্য ঘাস কাটতে যান জয়নাল আবেদীন। সন্ধ্যায় তারা জানতে পারেন বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে গেছে। পরে পরিবারের পক্ষ থেকে বিজিবি সদস্যদের বিষয়টি জানানো হয়। বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে এ নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএসএফের দাবি, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে তাকে আটক করে ডালু থানায় সোপর্দ করা হয়েছে।
ঝিনাইগাতী উপজেলার নকশী সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার সুবেদার মো. আব্দুল হাই বলেন, জয়নাল আবেদীনকে ভারতীয় আদালতে সোপর্দ করা হয়েছে। বর্তমানে হাজতে আছে।
এসএন