করোনার টিকা: শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ
কুমিল্লার সদর দক্ষিণে করোনার দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার সময় শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছেন।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলার চাঁদপুর জনতা হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে কর্তৃপক্ষ এ টাকা নেয়।
খোঁজ নিয়ে জানা যায়, বুধবার সদর দক্ষিণ উপজেলার চাঁদপুর জনতা হাইস্কুল অ্যান্ড কলেজের ৬২৩ শিক্ষার্থীকে করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার দিন ছিল। দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার সময় শিক্ষার্থীদের কাছ থেকে ৫০ টাকা হারে চাঁদা নেন শিক্ষকরা। এ ঘটনায় একাধিক শিক্ষার্থী ও অভিভাবক ক্ষোভ প্রকাশ করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থী ও অভিভাবক জানান, প্রথম ডোজ টিকা কোনো ফি ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নিয়েছেন শিক্ষার্থীরা। দ্বিতীয় ডোজে ছাত্রছাত্রীদের কাছ থেকে ৫০ টাকা হারে চাঁদা নেন শিক্ষকরা। অনেকে আবার চাঁদা দেবেন না বলে নিজস্ব ব্যবস্থাপনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে টিকা নিয়েছেন।
এ বিষয়ে চাঁদপুর জনতা হাইস্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. জাকির বলেন, প্রথম ডোজ দেওয়ার সময় প্রতিষ্ঠানের পক্ষ থেকে পরিবহনের ভাড়া পরিশোধ করা হয়। দ্বিতীয় ডোজের সময় প্রতিষ্ঠানের ফান্ডে টাকা না থাকায় কিছু শিক্ষার্থীর কাছ থেকে ভাড়া বাবদ সামান্য কিছু টাকা তোলা হয়েছে। তবে সবার কাছ থেকে টাকা নেওয়া হয়নি।
সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিস ঘোষ জানান, শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি শোনার পর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্তের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজালাল জানান, শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া সম্পন্ন অবৈধ। টিকা কেন্দ্রে যাওয়ার জন্য পরিবহন ভাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে বহন করার নির্দেশনা রয়েছে। টাকা নেওয়ার বিষয়ে অফিসিয়ালি তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হবে।
এসএন