বরিশালগামী সুরভী-৭ লঞ্চের সঙ্গে বলগেটের সংঘর্ষ
রাজধানী ঢাকা থেকে বরিশালগামী এমভি সুরভী ৭ লঞ্চের সাথে মাঝনদীতে একটি বলগেটের সংঘর্ষ হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মুন্সিগঞ্জের সীমানা সংলগ্ন নারায়ণগঞ্জের চরকিশোরগঞ্জ এলাকায় মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চ সুরভী-৭ এর ধাক্কায় একটি বালুবাহী বাল্কহেড ডুবে গেছে। মুন্সিগঞ্জের কলাগাছিয়া নৌপুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন।
লঞ্চের যাত্রী বরিশালের বাবুগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আরিফ হোসেন তিনি জানিয়েছে, ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে যাওয়া সুরভী-৭ লঞ্চটি চরকিশোরগঞ্জ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বলগেটের সাথে সুরভী ৭ লঞ্চের সংঘর্ষ হয়। এতে সাথে সাথে বলগেটটি ডুবে যায়। এবং বলগেটে থাকা কয়েকজন স্টাফকে নদীতে সাঁতরাতে দেখা গেছে। তবে তারা ঠিকমতো তীরে পৌঁছেছে কি না তা জানা যায়নি। তবে লঞ্চের মধ্যে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং চারিদিকে ছোটাছুটি করেন। লঞ্চটি এখন নদীর তীরে নোঙর করে রাখা হয়েছে। এর ক্ষতি হয়েছে কি না তা খতিয়ে দেখছেন কর্মচারীরা।
এ দিকে, মুন্সিগঞ্জ এলাকায় ঘটা ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক ও বরিশাল নদী বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান তিনি জানান, পুলিশ ও কোস্টগার্ড ঘটনাস্থলে পৌঁছেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
লঞ্চ মালিক রিয়াজুল কবির বলেন, ‘অবৈধভাবে রাতে বাল্কহেড চালিয়ে নেয়া হচ্ছিল। সেটি লঞ্চকে ধাক্কা দিয়েছে। এতে লঞ্চের সামনের দিকের অংশ ফেটে গেছে। তিনি জানান, লঞ্চটি নদীর তীরে নোঙর করে রাখা হয়েছে। যাত্রীরা নিরাপদে আছেন। তাদের কীর্তনখোলা ১০ লঞ্চে তুলে নেয়ার ব্যবস্থা করা হয়েছে।
রাত ১টা ২০ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত আর কোন তথ্য পাওয়া যায়নি।