ধর্মান্তরিত হয়ে মুসলিম মেয়েকে বিয়ের ৩৫ দিন পর যুবক ‘নিখোঁজ’
ধর্মান্তরিত হয়ে মুসলিম মেয়েকে বিয়ে করার ৩৫ দিনের মাথায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় শাওন ঘোষ ওরফে শাফায়েত হুসাইন নামে এক নবমুসলিম যুবক নিখোঁজ হয়েছেন।
গত ১৪ ফেব্রুয়ারি উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে যাওয়ার পথে তিনি নিখোঁজ হন। ২১ বছর বয়সী শাফায়েত সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকার উত্তম ঘোষের ছেলে।
এ ঘটনায় শাফায়েতের স্ত্রী তাহেরা খাতুন সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
ঘটনার বিবরণে জানা যায়, গত ৯ জানুয়ারি ধর্মান্তরিত হয়ে শাওন ঘোষ ওরফে শাফায়েত হুসাইন বিয়ে করেন পুরাতন সাতক্ষীরার আব্দুল আলিমের মেয়ে তাহেরা খাতুনকে। তবে ইসলাম গ্রহণ করে বিয়ে করায় এ সম্পর্ক মেনে নেননি শাফায়েতের বাবা উত্তম ঘোষ। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে দূরত্ব তৈরি হয়।
এদিকে, গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় টাকা আনতে শাফায়েত হুসাইনকে তার বোনের কাছে কালিগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে পাঠান তার বাবা উত্তম ঘোষ। বোনের বাড়িতে যাওয়ার সময় থেকে নিখোঁজ হন শাফায়েত।
এ বিষয়ে শাফায়েতের স্ত্রী তাহেরা খাতুন বলেন, “আমার স্বামী নিখোঁজের দিন সর্বশেষ রাত ৮টা ৫০ মিনিটে তার সঙ্গে আমার কথা হয়।“
ওই সময় শাফায়েত জানান, টাকাগুলো নিয়েই তিনি ফিরবেন। তবে ৯টার পর থেকে স্বামী শাফায়েতের ব্যবহৃত নম্বরে (০১৪০৬-৯০৪৯৬০) একাধিকবার ফোন করলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। পরে আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ-খবর নিলেও কোথায় তার সন্ধান পাওয়া যায়নি।
এরপর মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন তাহেরা।
ভালোবেসে ধর্মান্তরিত হয়ে বিয়ে করায় স্বামী শাফায়েতকে অপহরণ করে সরিয়ে রাখা হয়েছে বলে দাবি করছেন তাহেরা খাতুন।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির জানান, এ ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজ শাফায়েতের স্ত্রী তাহেরা খাতুন। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে।
গোলাম কবির আরও জানান, নিখোঁজ শাফায়েতের ব্যবহৃত মোবাইল ফোনের সর্বশেষ লোকেশন কালিগঞ্জ বালিয়াডাঙ্গা গ্রামে পাওয়া গেছে। তাকে উদ্ধারের জন্য পুলিশ কাজ করছে।
এমএসপি