নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে ৩ ভাই বোনসহ নিহত ৪
ছবি : সংগৃহীত
নীলফামারী জেলায় বুধবার (৮ ডিসেম্বর) সকালে ট্রেনে কাটা পড়ে তিন ভাই বোনসহ চার জন নিহত হয়েছে। সকাল ৮টার দিকে জেলা সদরের কুন্দপুকুর ইউনিয়নের মনসাপাড়া গ্রামের বউবাজার নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো গ্রামের রিকশাচালক রোজয়ান আলীর মেয়ে রিমা আক্তার (৭), রেশমা আক্তার (৪) ও ছেলে মমিনুর রহমান (৩) এবং প্রতিবেশী যুবক শামীম হোসেন (২৬)।
প্রত্যক্ষদর্শী জানায়, সকালে বাড়ির পার্শ্বে রেললাইনের ওপর বসে খেলছিল রোজয়ান আলীর মেয়ে রিমা আক্তার, রেশমা আক্তার, ও ছেলে মমিনুর রহমান। এ সময় চিলাহাটি থেকে খুলনাগামী রকেট মেইল ট্রেনটি নীলফামারী স্টেশন ছেড়ে সৈয়দপুর পৌঁছার পথে তাদের সামনে চলে আসে। বিষয়টি দেখতে প্রতিবেশী যুবক শামীম হোসেন উদ্ধারে এগিয়ে যান। এসময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে রিমা আক্তার ও রেশমা আক্তার মারা যায়। উদ্ধারকারী শামীমসহ শিশু মমিনুর রহমান আহত হলে হাসাপাতালে আনার পথে তাদের তাদের মৃত্যু হয়। পরে বিক্ষুদ্ধ এলাকাবাসী চিলাহাটি থেকে রূপসাগামী অপর একটি ট্রেন আটকিয়ে ভাঙচুরের চেষ্টা চালায়।
খবর পেয়ে নীলফামারী পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে টেনটি এক ঘন্টা বিলম্বে বেলা ১১ টার দিকে খুলনার উদ্দেশে ছেড়ে যায়।
পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বলেন, ‘জিআরপি থানার পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।’
এমএমএ/