টেকনাফে কাভার্ডভ্যান-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৫
কক্সবাজার-টেকনাফ মহাসড়কে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন।
১৬ ফেব্রুয়ারি (বুধবার) রামুর মরিচ্যা চেকপোস্টের দক্ষিণে হীরার দ্বীপ এলাকায় সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ও আহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এ ঘটনায় কাভার্ডভ্যান চালককে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায় , মরিচ্যাগামী একটি কাভার্ডভ্যান ও কক্সবাজারগামী সিএনজি অটোরিকশা মরিচ্যা চেকপোস্টের দক্ষিণে হীরার দ্বীপ এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। চালক ও চার যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
রামু তুলাবাগান হাইওয়ে পুলিশের ইনচার্জ আবদুর রউফ বলেন, ঘটনার পরপরই সেখানে ফোর্স পাঠানো হয়েছে। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় দুমড়ে-মুছড়ে গেছে সিএনজিটি। গাড়ি দুটি জব্দ করা হয়েছে এবং কাভার্ডভ্যান চালককে আটক করা হয়েছে। হতাহতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।
এসএন