কুয়াকাটা সৈকতে ভেসে আসছে মরা মুন জেলিফিস
পটুয়াখালীর কুয়াকাটার চর বিজয়ে ভেসে আসছে শত শত আওরেলিয়া আওরেটা প্রাজাতির মরা জেলিফিস।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) শেষ বিকেলে মরা এসব জেলিফিস সৈকতে পড়ে থাকতে দেখতে পান স্থানীয়রা।
স্থানীয়রা জানায়, জোয়ারে শত শত জেলিফিস বঙ্গোপসাগরে জেগে ওঠা চর বিজয়ে ভেসে আসে। এ ছাড়া কুয়াকাটা সংলগ্ন ঝাউবাগান ও লেম্বুর চরেও কিছু মরা জেলিফিস দেখা যায়। এসব জেলিফিস জোয়ারের সময় জীবিত অবস্থায় সৈকতে ভেসে আসে। পরে সৈকতের বালিয়াড়িতে আটকে মারা যায় প্রাণীগুলো।
মহিপুরের জেলে জয়নাল মাঝি জানান, বেশ কয়েকদিন ধরে ঝাঁকে ঝাঁকে জেলিফিস সাগরে ভাসতে দেখা যাচ্ছে। অনেক সময় জালেও আটকে যায়। তবে জালে আটকা পড়লে আমরা সেগুলোকে ছাড়িয়ে দেই।
অপর জেলে আনিস মাঝি জানান, আগে সাগরে প্রচুর পরিমাণ জেলিফিস দেখা যেত। এখনো দেখা যাচ্ছে ,কিন্তু পরিমাণে কম।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এগুলো মূলত আওরেলিয়া আওরেটা প্রজাতির জেলিফিস। চাঁদের মতো দেখতে বলে এদের মুন জেলিফিসও বলা হয়। এগুলো সাঁতারে তেমন পারদর্শী নয়। সমুদ্রে বাতাসের গতি কিংবা ঢেউয়ের বিপরীতে চলতে পারে না। অনেক সময় জেলিফিস খাদ্য খুঁজতে পানির উপরের দিকে চলে আসে তবে একেবারে উপরে নয়। হয়তো খাবারের সন্ধানে এসে এগুলো বাতাসের চাপে সৈকত এলাকায় চলে এসেছে। পরে বালুতে আটকা পরে মারা গেছে।
জেলিফিস নাম হলেও এটি মাছ নয়। ঘণ্টা আকৃতি জেলির মতো দেখতে প্রাণীটি নিডারিয়া পর্বের সিফোজোয়া শ্রেণির অন্তগর্ত। জেলিটিন সমৃদ্ধ ছাতার অংশ এবং ঝুলে পড়া কর্ষিকা এ দুই অংশে প্রাণীটির দেহ গঠিত।
এসএন