ফেনীতে ১৮ লাখ টাকার ইয়াবাসহ আটক ২
ফেনীর লালপুল এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৬৪০টি ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১৮ লাখ ২০ হাজার টাকা।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ইয়াবাসহ ওই দুই ব্যবসায়ীকে আটক করে র্যাব-৭।
রর্যাব জানায়, চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের পাশে লালপুল এলাকার হক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে মাদক কেনা-বেচার খবর পায় র্যাব-৭ এর সদস্যরা। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে কক্সবাজারের মো. সলিমুল্লাহ সেলিম ও মো. জুবায়েরকে আটক করে। তাদের দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ৩ হাজার ৬৪০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১৮ লাখ ২০ হাজার টাকা।
আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা এনে ফেনীর বিভিন্ন জায়গার মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছে বিক্রি করে আসছে।
ফেনীর র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী জানান, আটকদেরবিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এসএন