কুমিল্লায় ৯ ছাত্রের পাকস্থলিতে ২৪ হাজার ইয়াবা!
পাকস্থলিতে করে ইয়াবা পাচারকালে ৯ ছাত্রকে আটক করেছে র্যাব কুমিল্লার সদস্যরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমতলী এলাকার একটি বাস থেকে আটক করা হয় তাদের।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) র্যাব-১১ কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লার মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন বাসে তল্লাশি পরিচালনার সময় সন্দেহজনক আচরণের কারণে ৯ কলেজ ছাত্রকে আটক করা হয়। পরে তাদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে এক্সরে করার পর পেটে ইয়াবার অস্তিত্ব পাওয়া যায়। চিকিৎসকের সহায়তায় পেটের ভেতর থাকা ২৩ হাজারের অধিক ইয়াবা উদ্ধার করা হয়। আটক সবাই একাদশ থেকে ডিগ্রিতে অধ্যয়নরত ছাত্র বলে জানা গেছে।
আটককৃতরা হলেন, ময়মনসিংহের পাগলা থানার দত্তের বাজার গ্রামের মো. মিনহাজুল ইসলাম রিফাত (২২), পটুয়াখালী সদর থানার পশুবুনিয়া গ্রামের মো. সোহেল (২১), নেত্রকোনা কেন্দুয়া উপজেলার মো. মিতুল হাসান মাহফুজ (২২), কিশোরগরঞ্জ পাকুন্দিয়া থানার চরপাড়াতলা গ্রামের মো. তোফায়েল আহমেদ (১৯), গাজীপুরের জয়দেবপুর থানার আমবাগ (কোনাবাড়ি) গ্রামের মো. সিয়াম ইসলাম (১৯), ময়মনসিংহের পাগলা থানার বাকশি (পাঠানবাড়ি) গ্রামের মো. রিশাত পাঠান (২২), একই জেলার পাগলা থানার নয়াবাড়ি গ্রামের মো. গোলাপ (২২), একই জেলার পাগলা থানার বাকশি গ্রামের মো. সেলিম (২২)।
টিটি/