গাইবান্ধায় ৫ নারী মুক্তিযোদ্ধাকে ক্রেস্ট ও উপহার প্রদান
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গাইবান্ধায় ৫ নারী মুক্তিযোদ্ধাকে ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে ভার্চুয়াল মাধ্যমে গাইবান্ধা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে নারী মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটির উদ্যোক্তা মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। এতে গাইবান্ধার ৫ নারী মুক্তিযোদ্ধাকে ক্রেস্ট ও উপহার সামগ্রী দেওয়া হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. অলিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাদেকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু লাইচ ইলিয়াস জিকু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুর রাফিউল আলম, জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নার্গিস আক্তার, গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি মো. একেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. আবেদুর রহমান স্বপন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ইউনিট কমান্ডার মুক্তিযোদ্ধা মো. মাহমুদুল হক শাহজাদা, সাবেক ডেপুটি কমান্ডার গৌতম চন্দ্র মোদক, সদর উপজেলা সাবেক ইউনিট কমান্ডার মো. আলী আকবর মিয়াসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
এমএসপি