বগুড়ায় পিকনিকে যুবককে কুপিয়ে হত্যা
বগুড়ায় ব্যাডমিন্টন প্রতিযোগিতা শেষে রাতে পিকনিক অনুষ্ঠানে হামলা চালিয়ে তুহিন বাবু ওরফে কুইন (২৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হামলায় আহত হয়েছেন মোহাম্মদ রহিম (৩২) এবং ঝন্টু (২৫) নামের দুজন।
শনিবার (১২ ফেব্রুয়ারি) রাত সোয়া ১১টার দিকে বগুড়া শহরের নিশিন্দারা ইউক্যালিপটাস বাগানে এ ঘটনা ঘটে।
নিহত তুহিন বাবু নিশিন্দারা খাঁ পাড়া এলাকার বাসিন্দা। আহত দুজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে হত্যার এ ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে উপশহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) জিল্লুর রহমান বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ২০২০ সালে একই এলাকায় ছুরিকাঘাতে আহত হয়েছিলেন তুহিন বাবু। ওই ঘটনায় থানায় একটি মামলা হয়। এ মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন আরাফাত নামের একজন। এ নিয়ে আপস-মীমাংসায় বসলে সেখানে প্রতিপক্ষের সঙ্গে কথা-কাটাকাটি হয়।
পুলিশের এ কর্মকর্তা বলেন, এলাকায় ব্যাডমিন্টন প্রতিযোগিতা শেষে তুহিন বাবু তার পক্ষের ছেলেদের নিয়ে গতকাল রাতে নিশিন্দারা ইউক্যালিপটাসবাগানে পিকনিকের আয়োজন করেন। পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের ১২ থেকে ১৩ যুবক সেখানে হামলা চালান। এ সময় তারা প্রথমে তুহিনকে কুপিয়ে জখম করেন। তাকে উদ্ধার করতে এলে আরও দুজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। তিনজনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর চিকিৎসক তুহিনকে মৃত ঘোষণা করেন।
ময়না তদন্তের জন্য তুহিনের মরদেহ এ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। হত্যাকাণ্ডে জড়িত কাউকে আটক করা যায়নি।
এমএসপি