মিঠাপুকুরে ব্যালট পেপার পুনর্গণনার দাবিতে মানববন্ধন
রংপুর মিঠাপুকুর উপজেলার ৬নং কাফ্রিখাল ইউনিয়নের সংরক্ষিত আসনসহ একাধিক সাধারণ সদস্য পদের প্রার্থীদের ব্যালট পেপার পূনর্গণনার দাবিতে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ করেছেন প্রার্থী ও সমর্থকরা।
শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে মিঠাপুকুর উপজেলার জায়গীর হাটের আলী মোড় এলাকায় এ সংবাদ সম্মেলন, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।
সংবাদ সম্মেলনে ৬নং কাফ্রিখাল ইউনিয়নের ৭, ৮, ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের পরাজিত প্রার্থী আফসানা পারভীন অভিযোগ করে বলেন, গত ৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপের ইউপি নির্বাচনে মিঠাপুকুরের ১৭টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৬নং কাফ্রিখাল ইউনিয়নের ৭, ৮, ৯নং ওয়ার্ডের সংরক্ষিত আসনে হেলিকপ্টার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করি। নির্বাচনে কুমুরগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একই প্রিজাইডিং কর্মকর্তার স্বাক্ষরিত দুইটি ফলাফল শিট প্রকাশ করা হয়।
তিনি বলেন, প্রথম ফলাফল শিটে সূর্যমুখী ফুল প্রতীকে ৯৫টি ভোট গণনা দেখিয়ে ঘোষণা করা হয়। কিছুক্ষণ পর একই প্রিজাইডিং কর্মকর্তা স্বাক্ষরিত অপর কপিতে একই প্রতীকে ২৯৫ ভোট প্রকাশ করা হয়।’
আফসানা পারভীন বলেন, ‘অল্প সময়ের মধ্যে নির্বাচনী ফলাফল পরিবর্তন দেখে প্রশাসনের কাছে বিষয়টি অবগত করি। এ ছাড়া অপর ভোট কেন্দ্র যাদবপুর রহমানিয়া দাখিল মাদ্ররাসায় আমার এজেন্টকে ভোটের কক্ষ থেকে জোর করে বের করে দেওয়া হয়।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনে কারচুপির বিষয়ে নির্বাচন সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দেওয়া হয়েছে।’
সংবাদ সম্মেলনে একই ওয়ার্ডের সাধারণ সদস্য পদে প্রার্থী শাহীন মিয়া, ইলিয়াছ আলী ও শ্রী নিতাই চন্দ্র রায় বলেন, সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা জিল্লুর রহমান অর্থের বিনিময়ে ভোট কারচুপি ও তারাহুরো করে নির্বাচনে পরাজিত প্রার্থীদের বিজয়ী করেছেন। আমরা ৬নং কাফ্রিখাল ইউনিয়নের নির্বাচনের ভোটের ব্যালট পেপার পুনর্গণনার দাবিতে নির্বাচন কমিশনার সহযোগিতা কামনা করছি।
সংবাদ সম্মেলনে ৭, ৮, ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা প্রার্থীর স্বামী আলমগীর হোসেন, বিশিষ্ট সমাজসেবক মুকুল, আব্দুল ওহাব মাস্টার ও রমজান আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে প্রার্থীদের সমর্থকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।
এমএসপি