মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ | ১০ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

ঈদযাত্রায় গলার কাঁটা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ১৩ কিলোমিটার, যানজটের শঙ্কা

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের ৪ লেনের কাজ চলছে। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার সাথে সড়ক পথে উত্তরবঙ্গের একমাত্র যোগাযোগ মাধ্যম ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক। প্রতিবছর ঈদে এ মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের লাখ লাখ মানুষ যাতায়াত করেন, যা বছরের অন্য সময়ের তুলনায় কয়েকগুণ বেশি। যার কারণে এ মহাসড়কে যানবাহনের চাপে জটলা বাঁধে। অপরদিকে, মহাসড়কের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত ১৩ কিলোমিটার চার লেনের কাজ পুরোপুরি সম্পন্ন না হওয়ায় গত বারের মতো এবারও ঈদযাত্রা ঘরমুখো মানুষের গলার কাঁটা হয়ে দাঁড়াতে পারে বলে জানান গণপরিবহন মালিক ও শ্রমিকরা।

এদিকে, ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন স্বস্তিদায়ক করতে টাঙ্গাইল জেলা প্রশাসন ও যমুনা সেতু সাইট অফিসের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। ঈদে মহাসড়ককে ৪ টি সেক্টরে ভাগ করা হয়েছে। এতে মহাসড়কে সাড়ে ৭’শ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। লিংক রোডগুলোতে বাঁশ কল বসানো হবে। পুলিশের পাশাপাশি টাঙ্গাইল শ্রমিক ফেডারেশন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবে।

পরিবহন চালকরা বলছেন, ঈদ এলেই মহাসড়কে তড়িঘড়ি কাজ শুরু হয়। এতে গাড়ির গতি ঠিক থাকে না এবং দেবে যাওয়া রাস্তায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আর মহাসড়কের চার লেনের কাজ শেষ হয়েছে এলেঙ্গা বাসস্ট্যান্ড পর্যন্ত। এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত ৪ লেনের কাজ করছে। এর ফলে মহাসড়কে যানজটের আশঙ্কা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র মতে, যমুনা সেতুতে টোল আদায়ের সফটওয়ারে সমস্যার কারণে টোল আদায় দীর্ঘক্ষণ বন্ধ এবং সেতুর উপর দীর্ঘ সময় গাড়ি আটকা থাকলে যানজট হয়। যমুনা সেতু পশ্চিম প্রান্তে সিরাজগঞ্জের অংশে গাড়ি ঠিক মতো পাস না হয় তাহলে যানজটের শঙ্কা রয়েছে। গত কয়েক ঈদেও সিরাজগঞ্জের প্রান্তের গাড়ি ঠিক মতো পাস হওয়ার কারণে যমুনা সেতুতে টোল আদায় বন্ধ থাকে। ফলে টাঙ্গাইলের অংশে দীর্ঘ যানজট হয়। ঈদযাত্রায় যমুনা সেতুর উপর যেন কোনো ধরনের দুর্ঘটনা ও যানজট না হয় সে লক্ষ্যে ১৯টি পদক্ষেপ নিয়েছে সেতু কর্তৃপক্ষ।

সরেজমিনে মহাসড়কের বিভিন্ন স্থানে দেখা যায়, মহাসড়কের এলেঙ্গার পর থেকে বিভিন্ন পয়েন্টে উন্নয়ন কাজ চলছে। ঈদ উপলক্ষ্যে অতিরিক্ত শ্রমিক দিয়ে কাজ করানো হচ্ছে। উত্তরবঙ্গগামী লেনে পুরোদমে কাজ চলছে। বিশেষ করে ব্রিজের কাজ চলছে দ্রুত গতিতে করা হচ্ছে।

আনালিয়াবাড়ী এলাকায় ব্রিজের কাজ করা শ্রমিক সেলিম মিয়া বলেন, ঈদের আগে ব্রিজের কাজ শেষ করার তাগিদ রয়েছে। আমরা আট জন শ্রমিক মিলে এখানে সার্বক্ষণিক কাজ করছি। আশা করছি যথা সময়ে কাজ শেষ করতে পারবো।

নীলফামারীর তয়েজ এন্টারপ্রাইজের চালক ইকবাল হোসেন বলেন, মহাসড়কে পুলিশের সঠিক তদারকি প্রয়োজন। এছাড়া এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত কাজ করছে। কাজ শেষ না হলে এবারও মহাসড়কে যানজটের আশঙ্কা করছি। গতবছরও এ মহাসড়কে যানজট হয়েছিল। প্রতিবছরই আমাদের যানজটের কবলে পড়তে হয়।

এ প্রসঙ্গে চার লেন বাস্তবায়ন প্রকল্পের আবদুল মোনেম লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার রবিউল আওয়াল জানান, এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত মহাসড়কের সাড়ে ১৩ কিলোমিটারের ৪০ ভাগ কাজ শেষ হয়েছে। তবে ঈদের আগেই মহাসড়কের এই অংশের উত্তরঙ্গগামী পুরো লেন চলাচলের জন্য ছেড়ে দেওয়া হবে।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, ঈদযাত্রায় ঘরমুখো মানুষের নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে ১৯টি পদক্ষেপ নেওয়া হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য যমুনা সেতু দিয়ে সার্বক্ষণিক টোল চালু রাখার চেষ্টা করা হবে। এবার সেতু পূর্ব ও পশ্চিম প্রান্তের ১৪টি বুথ দিয়ে যানবাহন পারাপার করা হবে। এর মধ্যে ৪টি করে উভয় প্রান্তে ৮টি বুথে ফাস্ট ট্রাক লেন এবং মোটরসাইকেলের জন্য ২টি করে আলাদা ৪টি বুথ থাকবে।

টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, ইতোমধ্যে যানজট নিরসনে সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করা হয়েছে। যানজট নিরসনে মহাসড়কের টাঙ্গাইলের অংশে ৬৫ কিলোমিটার এলাকাজুড়ে জেলা পুলিশের সাড়ে ৭’শ সদস্য দায়িত্ব পালন করাসহ মোবাইল টিম ও প্রিকেট টিম কাজ করবেন।

তিনি আরও জানান, আগামী ২৫ মার্চ থেকে পুলিশ মহাসড়কে ২৪ ঘণ্টা কাজ করবে। ঈদের পরেও যানজট নিরসনে পুলিশ দায়িত্ব পালন করবে। তিনি আশা করেন- এবার মহাসড়কে যানজট সৃষ্টি হবে না।

Header Ad
Header Ad

‘১৭ বছরে আওয়ামী লীগ শাসনামলে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা হয়নি’

ছবি : ঢাকাপ্রকাশ

বিগত ১৭ বছরে স্বৈরাচার শেখ হাসিনা আওয়ামী লীগ শাসনামলে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা হয়নি। শুধুমাত্র মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা বারবার উল্লেখ করা হয়েছে, এটাই সঠিক ইতিহাস নয় বলে মন্তব্য করেছেন টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন।

সোমবার (২৪ মার্চ) দুপুরে আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

২০২৪ সালে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যথানে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি জানিয়ে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শেরে বাংলা এ কে ফজলুল হক, বঙ্গবীর কাদের সিদ্দিকী সহ আরো অনেকের অবদানও কম ছিল না। এসব বিষয়ে স্কুলের শিক্ষার্থীদের জানতে দেওয়া হয়নি।

বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন বলেন, তিনি আরও বলেন, ২৫ মার্চের গণহত্যা শুধু এক রাতের হত্যাকান্ডই ছিল না, এটা ছিল মূলতঃ বিশ্ব সভ্যতার জন্য এক কলংকজনক জঘন্যতম গণহত্যার সূচনা মাত্র। ২৫ মার্চ রাতেই বাংলাদেশে প্রায় ১ লাখ মানুষকে হত্যা করা হয়েছিল, যা গণহত্যার ইতিহাসে এক জঘন্যতম ভয়াবহ ঘটনা।

এ সময় বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক মিয়ার সভাপতিত্বে বিদ্যালয়ের শিক্ষক শফিকুল ইসলাম, আ.ন.ম বজলুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

Header Ad
Header Ad

ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধে সরকারের হস্তক্ষেপ চান বাংলাদেশি কৃষকরা

ছবি: সংগৃহীত

ভারতের পেঁয়াজ রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্তে উদ্বিগ্ন বাংলাদেশি কৃষকরা। আগামী ১ এপ্রিল থেকে ভারতীয় রপ্তানিকারকরা বিনা শুল্কে পেঁয়াজ রপ্তানি করতে পারবেন। তবে বাংলাদেশে এ বছর পেঁয়াজের উৎপাদন ভালো হওয়ায় এবং বাজারে দাম কম থাকার কারণে স্থানীয় কৃষকরা ইতোমধ্যেই ক্ষতির মুখে পড়েছেন।

কৃষকরা আশঙ্কা করছেন, ভারতের শুল্ক প্রত্যাহারের ফলে পেঁয়াজ আমদানি বাড়লে স্থানীয় বাজারে দাম আরও কমে যাবে, যা তাদের আর্থিক ক্ষতি বাড়িয়ে তুলবে।

ফরিদপুরের সালথা বাজারের পেঁয়াজ চাষি এনামুল জানান, “পেঁয়াজের দাম এতটাই কম যে, উৎপাদন খরচও উঠছে না। ভারতের এই সিদ্ধান্তে বাজার আরও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে বহু কৃষক পথে বসে যাবে।” তিনি সরকারের কাছে আহ্বান জানিয়ে বলেন, “ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করা হলে কৃষকরা কিছুটা ক্ষতি পুষিয়ে উঠতে পারবে।”

অন্যদিকে, আমদানিকারকরা বলছেন, দেশের বাজারে প্রচুর পেঁয়াজ রয়েছে এবং এখন আমদানির প্রয়োজন নেই। শ্যামবাজারের পেঁয়াজ আমদানিকারক আব্দুল মাজেদ বলেন, “বর্তমানে দেশে পেঁয়াজের দাম কম। শুল্ক কমলেও ভারত থেকে পেঁয়াজ এনে লাভ হবে না। তাই প্রচুর পেঁয়াজ আমদানির সম্ভাবনা নেই।”

ভারতের অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব বিভাগ শনিবার (২২ মার্চ) পেঁয়াজ রপ্তানিতে শুল্ক প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করেছে। দেশটির মজুত বেড়ে যাওয়ায় তারা এ সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশি কৃষকরা দাবি করছেন, তাদের রক্ষার জন্য সরকারের উচিত ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া।

Header Ad
Header Ad

ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা রুখে দিবে এনসিপি: নাহিদ ইসলাম

ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা রুখে দিবে এনসিপি: নাহিদ ইসলাম । ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিবাদ পুনর্বাসনের যেকোনো ষড়যন্ত্র এনসিপি প্রতিহত করবে। সোমবার (২৪ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার বাংলা ভবন কমিউনিটি সেন্টারে জাতীয় নাগরিক পার্টির নারায়ণগঞ্জ কমিটির আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, "সম্প্রতি আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্য ষড়যন্ত্র চলছে। ১৫ বছর আগে আওয়ামী লীগ বাকশাল কায়েম করেছিল এবং সেই সময়ের নির্যাতন-জুলুমের কথা সবাই জানে। আওয়ামী লীগ কখনো রাজনৈতিক দল হিসেবে বিবেচিত হতে পারে না। তাই আমরা সরকারের কাছে দাবি জানাই যে, আওয়ামী লীগকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করে তার নিবন্ধন বাতিল করা হোক।”

তিনি আরো বলেন, “জুলাই-আগস্টের আন্দোলনে নারায়ণগঞ্জের অনেক ভাই ও বোন শহীদ ও আহত হয়েছেন। জাতীয় নাগরিক পার্টি জনগণের সমর্থনে নতুন রাজনৈতিক ধারা গড়ে তুলতে চায়, যা আগামীর বাংলাদেশকে নতুনভাবে তৈরি করবে। আমরা গণঅভ্যুত্থানে হত্যাকারীদের বিচার, রাষ্ট্রের কাঠামোগত সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবি জানাচ্ছি।”

নাহিদ ইসলাম সতর্ক করেন, “যদি আওয়ামী ফ্যাসিবাদীদের বিচার সুনিশ্চিত না হয়, তাহলে দেশে আরেকটি ফ্যাসিবাদ দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। তাই নির্বাচনের আগে দৃশ্যমান বিচার নিশ্চিত করাই আমাদের অন্যতম দাবি।”

তিনি নারায়ণগঞ্জের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমরা জনগণের পাশে দাঁড়াবো, তাদের সমস্যা সমাধানের চেষ্টা করব এবং চাঁদাবাজি ও দখলদারির বিরুদ্ধে অবস্থান নেবো।”

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

‘১৭ বছরে আওয়ামী লীগ শাসনামলে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা হয়নি’
ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধে সরকারের হস্তক্ষেপ চান বাংলাদেশি কৃষকরা
ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা রুখে দিবে এনসিপি: নাহিদ ইসলাম
শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী
তামিমের সুস্থতা কামনায় তারেক রহমানের দোয়া
মেহেরপুরে কর্মচারীর বাসা থেকে সাবেক এমপি আফজাল হোসেন গ্রেফতার
ট্রাম্পের পুত্রবধূর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ালেন টাইগার উডস
হামজার আসা কেবল বাংলাদেশ নয়, এশিয়ান ফুটবলের জন্য ভালো: ভারত কোচ
ঝোপ থেকে ৯৮ কেজি গাঁজা উদ্ধার, ৪ মাদক ব্যবসায়ী পলাতক
হাইকোর্টে ২ আওয়ামী লীগ নেত্রীর জামিন
দেশে জরুরি অবস্থা জারির প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রের সিনিয়র সচিব
মুক্তিযুদ্ধ-জুলাই অভ্যুত্থানের চেতনায় এগোতে চায় অন্তর্বর্তী সরকার: প্রধান উপদেষ্টা
হার্ট অ্যাটাকের লক্ষণ এবং প্রতিরোধে যেসব করণীয়
‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্যে পূর্বের নামেই এবারের মঙ্গল শোভাযাত্রা  
কনটেন্ট ক্রিয়েটর কাফির একমাসে আয় ৩৯ লাখ টাকা!
৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি প্রকাশ
পঞ্চগড়ের মানুষের সর্বাত্মক সহযোগিতা চাইলেন সারজিস আলম  
টাঙ্গাইলে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ
টাঙ্গাইলে ১ হাজার কৃষক বিনামূল্যে পাচ্ছে সার তিল বীজ
আজ বিশ্ব যক্ষ্মা দিবস