ভারতে সাজা ভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ২১ জন

ছবিঃ সংগৃহীত
ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া শিশুসহ ২১ জন বিভিন্ন মেয়াদে সাজা ভোগের পর যশোরেরে বেনাপোল বন্দর দিয়ে দেশে ফিরেছেন।
বুধবার (২০ মার্চ ২০২৫) সন্ধ্যায় তার দেশে ফেরেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি ইমতিয়াজ মোহাম্মদ আহসানুল কাদের ভুঁইয়া। তিনি বলেন, অবৈধভাবে ভারতে যাওয়ায় তারা গ্রেপ্তার হয়। তাদের সাজার মেয়াদ শেষ হলে বুধবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে। ইমিগ্রেশনের কার্যক্রম শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে। পোর্ট থানায় আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য দুটি এনজিও সংস্থা গ্রহণ করবে।
ফেরত আসা নারী-শিশুরা যশোর, সাতক্ষীরা, খুলনা ও নড়াইল জেলার বাসিন্দা। রাইটস যশোর ১০ জনের এবং জাস্টিস অ্যান্ড কেয়ার ১১ জনের আইনি সহায়তা দেবে।
