গোবিন্দগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

গোবিন্দগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু। ছবি: সংগৃহীত
গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া একটার দিকে ঢাকাগামী আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের চাকায় কাটা পড়া অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর।
মহিমাগঞ্জ রেল স্টেশনের দায়িত্বরত স্টেশন মাস্টার সোহাগ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
বোনারপাড়ার দিকে থেকে আসার সময় উপজেলার মহিমাগঞ্জ রেলস্টেশনের এক কিলোমিটার উত্তরের দেওয়ানতলা রেল সেতুর (সেতু নং- এফ) উপরে তিনি কাটা পড়েন বলে ধারণা করছেন রেলওয়ে পুলিশ। হতভাগ্য ওই ব্যক্তির মুখে চাপ দাড়ি ও তার গায়ে একটি নীল রঙের জ্যাকেট ছিল।
বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম ট্রেনে কাটা পড়া অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন।
