পাথরঘাটায় দেড় কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
পাথরঘাটায় বিশেষ অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ মো. শাহিন (৩৫) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড।
আটক শাহিন পাথরঘাটা উপজেলার কুবদিয়া এলাকার চিহ্নিত মাদক কারবারি মো. নেছার দফাদারের ছেলে।
বুধবার (০৯ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিজিবি স্টেশন পাথরঘাটা ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (০৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে কোস্টগার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিজিবি স্টেশন পাথরঘাটার একটি অভিযানিক দল পাথরঘাটা সংলগ্ন বিষখালী নদীর কালমেঘা ব্লক সংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযান পরিচালনার এক পর্যায়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মো. শাহিনকে আটক করা হয়।
এ ব্যাপারে কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন কমান্ডার এইচ এম এম হারুন অর রশিদ জানান, আটক মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত গাঁজাসহ পাথরঘাটা থানায় হন্তান্তর করা হয়েছে।
পাথরঘাটা থানা পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৬ জুন পাথরঘাটা থানা পুলিশের অভিযানে শাহীনের বাবা নেছার দফাদার ও মা হাসিনা বেগমকে ৭০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তবে অভিযানের সময় শাহীন পালিয়ে যায়। পরে শাহীনকে ধরতে পুরস্কার ঘোষণা করেন তৎকালীন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক। এর একদিন পর ১৭ জুন সন্ধ্যায় শাহীন দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ পুলিশের কাছে আত্মসমর্পণ করে। এ ঘটনায় পাথরঘাটা থানায় পৃথক দুটি মামলা রয়েছে তার বিরুদ্ধে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটক শাহিনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। এর আগেও তার বিরুদ্ধে অস্র ও মাদকের মামলা রয়েছে।
এমও/এসআইএইচ