টোল নিতে দেরি হওয়ায় টোলকর্মীকে লাঞ্ছিত করলেন বিএনপি নেতা
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের শাহ আমানত সেতুর টোল প্লাজায় টোল আদায়ে বিলম্ব হওয়ায় টোলকর্মীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নাজমুল মোস্তফা ওরফে আমিনের বিরুদ্ধে।
গত শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনসহ বিএনপির নেতাকর্মীরা সাতকানিয়া উপজেলায় যাওয়ার পথে ঘটনাটি ঘটে। গাড়িবহর টোল প্লাজায় আটকা পড়লে নাজমুল মোস্তফা গাড়ি থেকে নেমে টোল বুথে প্রবেশ করেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিনি টোলকর্মীর টি-শার্টের কলার ধরে তাকে শাসাচ্ছেন এবং কম্পিউটারের মনিটরে আঘাত করছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িবহরে থাকা মেয়র শাহাদাত হোসেনও ওই সময় যানজটে আটকা পড়েন। এক পর্যায়ে তিনি বিকল্প পথে হেঁটে জুমার নামাজে চলে যান।
শাহ আমানত সেতুর ইজারাদার প্রতিষ্ঠান সেল-ভ্যান জেভির প্রকল্প ব্যবস্থাপক সুমন ঘোষ বলেন, “ঘটনাটি খুব বেশি গুরুতর নয়। তবে গাড়ির চাপ বেশি থাকায় বিএনপি নেতা টোলকর্মীকে বকাঝকা করেন।”
ইজারাদার প্রতিষ্ঠান সওজ বিভাগকে বিষয়টি জানিয়েছে। তবে টোলকর্মী কোনো প্রতিবাদ করেননি বলে জানিয়েছেন সুমন ঘোষ।
অভিযোগের বিষয়ে বিএনপি নেতা নাজমুল মোস্তফার বক্তব্য জানতে তার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজ জনমনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।