ভারতের গুজরাটে আটক বাংলাদেশি দম্পতিকে ৭ বছর পর বেনাপোল দিয়ে হস্তান্তর
ছবি : ঢাকাপ্রকাশ
পাসপোর্ট ও ভিসা ছাড়াই ভারতে প্রবেশ করে গুজরাটে আটক হওয়া বাংলাদেশি দম্পতি রশিদ শেখ (৪০) ও ঝরনা খাতুন (৩২) ৭ বছর কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বাংলাদেশে ফিরে এসেছেন। রবিবার সন্ধ্যায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।
জানা যায়, ২০১৮ সালের মার্চ মাসে দালালের মাধ্যমে ভারতে প্রবেশ করেন রশিদ ও ঝরনা। গুজরাটে অবস্থানকালে সেখানকার পুলিশ তাদের আটক করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গুজরাট সেন্ট্রাল কারাগারে সাজা ভোগ করেন তারা।
রশিদ শেখ যশোরের ঝিকরগাছা উপজেলার মল্লিকপাড়া গ্রামের মো. রাজ্জাক শেখের ছেলে। ঝরনা খাতুন মনিরামপুর উপজেলার মোছনা গ্রামের মো. ওমর আলী গাজীর মেয়ে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঁইয়া জানিয়েছেন, পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের ট্রাভেল পারমিটের মাধ্যমে হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
দালালের মাধ্যমে বিদেশে প্রবেশ ও কারাভোগের ঘটনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।