বিরামপুরে অগ্নিকাণ্ড ৩টি দোকান পুড়ে ছাই
ছবি : ঢাকাপ্রকাশ
দিনাজপুরের বিরামপুর উপজেলার পৌরশহরের নতুন বাজারে আগুন লেগে তিনটি দোকান পুড়ে যায়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় তিন ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
রোববার(১২ জানুয়ারি) রাত ১টার দিকে নতুন বাজার মাছহাটি এলাকায় এ আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের সাব - অফিসার( বিরামপুর) আব্দুল আজিজ বলেন, রাত ১টা ১০ মিনিটের সময় আগুন লাগার খবর আসে। আমরা ১.২৫ মিনিটে ঘটনা স্থলে পৌঁছায় এবং ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তিনি আরো বলেন,শর্ট সার্কিট বা ডেলিভারি চার্জার গাড়ি থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। রাত ৪টা ৩০মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে তিনটি দোকান পুড়ে যায়। দোকান তিনটি ছিল ডিলারশিপের (প্যারাসুট তেল,নারিকেল তেল, দুধ, সেরিলাক্স,ম্যাগি নুডুলস,চকলেট ও বিভিন্ন আইটেম) দোকান,চালের দোকান ও খড়ির দোকান। পুড়ে যাওয়া এই তিনটি দোকানের আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় ১০ লক্ষ টাকা।
এদিকে দোকান তিনটির মালিক এরশাদুর রহমান, সমর কুন্ডু ও শেখর কুন্ডু জানান,তাদের পুড়ে যাওয়া দোকান ও মালামালের ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা।