শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ | ২৬ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ড. ইউনূস বিশ্ব বরেণ্য নোবেল বিজয়ী, তাকে বিতর্কিত করবেন না: আযম খান

বক্তব্য রাখছেন বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। ছবি: ঢাকাপ্রকাশ

অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী প্রফেসর ডক্টর মুহাম্মদ ইউনূস প্রসঙ্গে বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন- আমি বলতে চাই, সরকারের ভেতরে এবং সরকারের বাইরে কিছু সংখ্যক লোক ষড়যন্ত্র করছে। প্রফেসর ইউনূস বিশ্ব বরেণ্য নোবেল বিজয়ী, তাকে বিতর্কিত করবেন না।

তিনি বলেন, তার কাজ জাতিকে ঐক্যবদ্ধ করা। তার ডাকে আমরা সকল জাতি আজকে ঐক্যবদ্ধ। এই সরকারের ভেতরে ও বাইরের কিছু লোক নির্বাচন প্রলম্বিত করার নামে আমাদের ওই নোবেল জয়ী প্রফেসর ইউনূসকে বিতর্কিত করবেন না।

আহমেদ আযম খান আরও বলেন, আপনারা কেউ কেউ রাজনৈতিক দল গঠন করতে চান, তাদের স্বাগতম। গণতন্ত্রে রাজনৈতিক দল আছে। রাজনৈতিক দল নতুন নতুন আসতে কোন বাঁধা নেই, বরং স্বাগত জানাই। কিন্তু আপনাদের রাজনৈতিক দল হবে। তারপর কয়েক বছরে ওটা দাঁড়াবে। তারপর নির্বাচন, এই সমস্ত চটকদাড়ি কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে পারবেন না। জনগণ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। আগে জাতীয় সংসদ নির্বাচন চাই। কোনো স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের আগে হবে না। প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় সংস্কার শেষ করে এ বছরেই নির্বাচনের আয়োজন করুন। 

বুধবার (৮ জানুয়ারি) বিকালে টাঙ্গাইলের বাসাইল পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে, মেধাবীদের। মেধা ছাড়া বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া যাবে না। তোমরা খেলাপড়া করে মেধার ভিত্তিতে যোগ্যতা অর্জন করবে, আগামীতে বাংলাদেশকে নেতৃত্ব দেবার জন্য। তাই প্রত্যেকে ভালোভাবে পড়াশোনা করবে। প্রত্যেকটা স্কুল-কলেজের মেধাবী শিক্ষার্থীদের কাছে যেতে হবে। তাদের অনুরোধ করতে হবে, তাদের ছাত্রদলে ভর্তি করবে হবে।

বাসাইল ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক নাহিদ খানের সভাপতিত্বে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়া, বাসাইল পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, জেলা মহিলা দলের সহ-সভাপতি রাশেদা সুলতানা রুবিসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Header Ad
Header Ad

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৭.৮ ডিগ্রি

ছবি: সংগৃহীত

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে উত্তরাঞ্চলের পঞ্চগড় জেলার তেঁতুলিয়া। শুক্রবার (১০ জানুয়ারি) ভোর ৬টায় সেখানে তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা এ মৌসুমের সর্বনিম্ন। বৃহস্পতিবার সকাল ৯টায় তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ১০০ শতাংশ। এই তথ্য দিয়েছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, তবে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

বর্তমানে রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড় ও চুয়াডাঙ্গা জেলাগুলোর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি আগামী ২৪ ঘণ্টায় আরও বিস্তৃত হতে পারে। একই সময়ে রাতের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং দিনের তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।

শনিবার (১১ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত সারাদেশে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। রবিবার (১২ জানুয়ারি) একই সময়ে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে এবং দিনের তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।

আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানানো হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের প্রভাব পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত। মৌসুমী লঘুচাপের বর্ধিতাংশ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। পরবর্তী পাঁচ দিনে দেশের আবহাওয়ায় সামান্য পরিবর্তন হতে পারে।

Header Ad
Header Ad

পাচারের টাকায় দুবাইয়ের দ্বীপে ট্রান্সকমের সিমিন ও ছেলের বিলাসবহুল ফ্ল্যাট

ছবি: সংগৃহীত

বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান এবং তাঁর ছেলে যারাইফ আয়াত হোসাইনের নামে সংযুক্ত আরব আমিরাতের অভিজাত শহর দুবাইয়ে অবৈধভাবে অর্জিত বিপুল সম্পদের তথ্য প্রকাশ পেয়েছে। অনুসন্ধান থেকে জানা গেছে, দুবাইয়ের বিখ্যাত পাম জুমেইরা দ্বীপে তাঁদের নামে প্রায় ১৯ কোটি টাকার বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে।

দুবাইয়ের পাম জুমেইরার ক্রিসেন্ট রোডের বালকিস রেসিডেন্সে এই সম্পত্তি অবস্থিত। স্থানীয় সূত্র জানায়, এই অ্যাপার্টমেন্টের মূল্য প্রায় ৫০ লাখ ৭০ হাজার দিরহাম। তবে এই বিনিয়োগের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কোনো অনুমোদন নেই।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, দেশে প্রতিষ্ঠানের বৈধ বিদেশি বিনিয়োগের জন্য কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন প্রয়োজন। এ পর্যন্ত ১৭টি প্রতিষ্ঠানকে বৈধ বিনিয়োগের অনুমোদন দেওয়া হলেও ট্রান্সকম গ্রুপ এই তালিকায় নেই। ট্রান্সকমের কোনো বিদেশি বিনিয়োগের অনুমোদন না থাকায় এ সম্পত্তি পাচারের মাধ্যমে অর্জিত বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) বিষয়টি খতিয়ে দেখছে। বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা জানিয়েছেন, বিদেশে বছরে ১২ হাজার মার্কিন ডলারের বেশি অর্থ ব্যয়ের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের জবাবদিহি প্রয়োজন। ট্রান্সকম গ্রুপের এমন কোনো অনুমোদন বা লেনদেনের নথি পাওয়া যায়নি।

ট্রান্সকম গ্রুপের অধীনে মিডিয়া স্টার লিমিটেডের পরিচালিত পত্রিকা প্রথম আলো এবং মিডিয়া ওয়ার্ল্ডের অধীন ডেইলি স্টার রয়েছে। সিমিন রহমান এই দুটি প্রতিষ্ঠানের প্রভাব কাজে লাগিয়ে দেশে-বিদেশে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ উঠেছে।

বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউ-এর তদন্ত শেষে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনা অর্থ পাচারের বিরুদ্ধে সরকারের প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উঠে এসেছে।

Header Ad
Header Ad

বদলি, শৃঙ্খলা ও নিয়োগে উচ্চপর্যায়ের ৩ কমিটি

ছবি: সংগৃহীত

জনপ্রশাসন, পুলিশ ও পররাষ্ট্র ক্যাডারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বদলি, শৃঙ্খলা ও নিয়োগের ক্ষেত্রে উচ্চ পর্যায়ের কমিটির পরামর্শ নিতে হবে।

আজ বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে এ তিন কমিটি গঠনের কথা জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সব কমিটিতেই তিন ছাত্র উপদেষ্টা রয়েছেন। এখন থেকে তিন ক্যাডারের কর্মকর্তাদের নিয়োগ-বদলির আগে এসব কমিটির পরামর্শ নিতে হবে। এত দিন স্ব স্ব মন্ত্রণালয় কর্মকর্তাদের বদলি ও নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিত। সংশ্লিষ্ট সূত্র বলছে, কর্মকর্তাদের তদবির ঠেকাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

৬ সদস্যের জনপ্রশাসন কমিটি: প্রশাসনে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, যুগ্ম সচিব ও তদূর্ধ্ব কর্মকর্তাদের নিয়োগ, বদলি ও শৃঙ্খলাসংক্রান্ত বিষয়ে পরামর্শ দিতে ছয় সদস্যের ‘জনপ্রশাসনবিষয়ক কমিটি’ গঠন করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন- বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন সচিব। কমিটির সদস্যসচিব তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। জনপ্রশাসন মন্ত্রণালয় এ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, এ কমিটি প্রয়োজনে সংশ্লিষ্ট দপ্তরের কাছে তথ্য চাইতে পারবে।

৭ সদস্যের আইনশৃঙ্খলা কমিটি: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীকে সভাপতি করে সাত সদস্যের ‘আইনশৃঙ্খলাবিষয়ক কমিটি’ গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন- আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্রসচিব ও পুলিশের মহাপরিদর্শক। কমিটির সদস্যসচিব নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, এই কমিটি জেলা পুলিশের এসপি, ডিআইজি ও তদূর্ধ্ব স্তরে নিয়োগ, বদলি ও শৃঙ্খলা বিষয়ে পরামর্শ দেবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে। কমিটি প্রয়োজনে সংশ্লিষ্ট দপ্তরের কাছে তথ্য চাইতে পারবে। এ কমিটি সংশ্লিষ্ট স্তরের নিয়োগ, বদলি ও শৃঙ্খলাসংক্রান্ত বিষয়ে পরামর্শ দেবে বলে প্রজ্ঞাপনে বলা হয়। এ কমিটি সংশ্লিষ্ট স্তরের নিয়োগ, বদলি ও শৃঙ্খলাসংক্রান্ত বিষয়ে পরামর্শ দেবে।

৫ সদস্যের পররাষ্ট্রবিষয়ক কমিটি: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক, সমপর্যায়ের অন্যান্য ও তদূর্ধ্ব পদে নিয়োগ, বদলি ও শৃঙ্খলাসংক্রান্ত পরামর্শ দিতে পররাষ্ট্রবিষয়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন- শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি-সংক্রান্ত বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান ও পররাষ্ট্রসচিব। কমিটিতে সদস্যসচিব থাকবেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত উপদেষ্টা মো. মাহফুজ আলম।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়- এ কমিটি মহাপরিচালক, সমপর্যায়ের অন্যান্য ও তদূর্ধ্ব পদে কর্মকর্তাদের নিয়োগ, বদলি ও শৃঙ্খলাসংক্রান্ত বিষয়ে পরামর্শ দেবে। পররাষ্ট্র মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৭.৮ ডিগ্রি
পাচারের টাকায় দুবাইয়ের দ্বীপে ট্রান্সকমের সিমিন ও ছেলের বিলাসবহুল ফ্ল্যাট
বদলি, শৃঙ্খলা ও নিয়োগে উচ্চপর্যায়ের ৩ কমিটি
টানা পঞ্চম হার শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের
পুড়ে ছাই হাজারো বাড়ি­-গাড়ি, ৬ হাজার কোটি ডলারের ক্ষতির শঙ্কা
রাজশাহীতে দেশীয় অ্যালকোহল পানে ৪ জনের মৃত্যু
হিলিতে ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত যুবকের মৃত্যু
চুয়াডাঙ্গার দর্শনায় সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার ৫
রাখাইনে জান্তাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৪০
প্রেমিকার সাথে ঝগড়া করে বিমান থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা
হাসিনার দুই পাসপোর্ট বাতিল, কীভাবে ভিসার মেয়াদ বাড়ায় ভারত: রিজভী
মার্চের আগেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন: নাদেল
কিছুদিনের মধ্যেই তারেক রহমান দেশে ফিরবেন: মির্জা ফখরুল
খলিস্তানি নেতা নিজ্জর হত্যার ঘটনায় অভিযুক্ত চার ভারতীয়কে জামিন দিল কানাডা
রংপুরের কাছে হেরে মেজাজ হারালো তামিম  
শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির উত্তর না এলে ‘তাগিদপত্র’ পাঠাবে ঢাকা
৪ দিনের গ্যাস সংকটে পড়তে যাচ্ছে সারাদেশ
দুর্নীতির কারণে টিসিবির ৩৭ লাখ কার্ড বাতিল : বাণিজ্য উপদেষ্টা
একাই ৫৭ হাজার কোটি টাকা লুট করেছেন সালমান এফ রহমান  
সোহানের তাণ্ডবে বরিশালকে হারিয়ে রংপুরের টানা ছয় জয়