স্বৈরাচারের বিদায় হয়েছে, কিন্তু তাদের প্রেতাত্মারা এখনও দেশে ঘুরে বেড়াচ্ছে: টুকু
ছবি : ঢাকাপ্রকাশ
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন- আজকে স্বৈরাচারের বিদায় হয়েছে, ফ্যাসিবাদের বিদায় হয়েছে। কিন্তু সেই ফ্যাসিবাদের প্রেতাত্মারা এখনও দেশে ঘুরে বেড়াচ্ছে। তারা সুযোগ খুঁজছে, আমাদের মাঝে ঢুকে সুযোগ নেওয়ার। অনেকেই মনে করতে পারেন, দল ভারি করার জন্য তাদেরকে পাশে জায়গা দিবেন। কিন্তু দল ভারি করার প্রয়োজন হয় না।
টুকু বলেন, যারা দুর্দিনে পাশে থাকে এবং যারা নেতাকর্মীদের খোঁজ-খবর রাখে তার পেছনে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকে। আমরা জাতীয়তাবাদী দলের আদর্শকে বুকে ধারণ করে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থাশীল হয়ে রাজনীতি করি। জাতীয়তাবাদী দলের কর্মীই আমাদের বড় পরিচয়। এই পরিচয় নিয়েই আমরা গর্ববোধ করি এবং পথ চলতে চাই।
শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শামছুল হকের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পৌর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রচার সম্পাদক বলেন- বিগত দিনে ১৭টি বছর আমরা অনেকেই নির্যাতন-নিপীড়ন ভোগ করেছি। সেই নির্যাতিত নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে পথ চলতে শিখে গেছে। ক্ষমতাকালীন সময় একটি দল থাকে, কিন্তু কর্মীরা সারাজীবন দলের সাথে সম্পৃক্ত থাকে।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন- গণতন্ত্রের যে বিজয়, সেই পরিপূর্ণ বিজয় এখনও আমরা অর্জন করতে সক্ষম হই নাই। একটি পথ আমরা অতিক্রম করেছি, ফ্যাসিবাদের পতন হয়েছে, ষড়যন্ত্র কিন্তু থেমে নাই। তাই নির্বাচনের মধ্য দিয়েই মানুষের ভোটের অধিকার যখন প্রতিষ্ঠিত হবে, একটি নির্বাচিত সরকার বাংলাদেশের ক্ষমতায় বসবে বা দেশ পরিচালনার দায়িত্ব নেবে- তখনই গণতন্ত্রের মূল বিজয় অর্জন করতে আমরা সক্ষম হবো।
শামছুল হক স্মৃতি সংসদের সভাপতি শ্যামল হোড়ের সভাপতিত্বে স্মরণ সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন- টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু প্রমুখ। এ সময় টাঙ্গাইল জেলা বিএনপি ও তাদের অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।