মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫ | ১৯ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

মহিমাগঞ্জে বৈদ্যুতিক মিটার চুরির ধুম, চিরকুট লিখে টাকা দাবি

ফাইল ছবি

গাইবান্ধার শিল্পাঞ্চলখ্যাত গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে বৈদ্যুতিক মিটার চুরির যেন ধুম পড়ে গেছে। চুরির পর চোরের লেখা চিরকুটের বিকাশ নাম্বারে গোপনে টাকা পাঠিয়ে মিটার ফেরত নিতেও বাধ্য হচ্ছেন ভুক্তভোগীরা। কিন্তু একটি ব্যাংকের উপশাখা টাকা দিয়েও মিটার ফেরত না পেয়ে গোবিন্দগঞ্জ থানা ও পল্লী বিদ্যুৎ অফিসে অভিযোগ করলে বিষয়টি জানাজানি হয়েছে। এ অভিযোগে থানায় এজাহার করেছে পল্লী বিদ্যুৎ সমিতি ও ভুক্তভোগী গ্রাহক।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে মহিমাগঞ্জ এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, কলকারখানা ও ব্যাংকের একটি উপশাখাসহ বিভিন্ন গ্রাহকের প্রতিষ্ঠান থেকে প্রায় প্রতিরাতেই একর পর এক থ্রি-ফেজ বৈদ্যুতিক মিটার চুরি যাচ্ছিল। চুরির পর চোরেরা বীরদর্পেই খুলে নেয়া মিটারের বোর্ডে লিখে রেখে যাচ্ছে টাকা দেয়ার বিকাশ নম্বরও। নিজ স্বার্থে অনেকটা গোপনেই সেই নাম্বারে টাকা পাঠিয়ে অনেকে মিটার ফেরত পাওয়ায় বিষয়টি তেমন সামনে না আসায় প্রতিদিনই চলছে এ চুরির ঘটনা। কিন্তু এখানকার একটি বাণিজ্যিক ব্যাংকের উপশাখার মিটার চুরির পর টাকা দিয়েও মিটার ফেরত না পাওয়ায় তারা থানায় এজাহার করার পর পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষও অভিযোগ করেছে থানায়।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত চার নভেম্বর রাতে শাখা ভবনের মিটারটি চুরি হয়। সেখানে লেখা চিরকুটে দেয়া বিকাশ নম্বরে (০১৯৯৪-১৮৫৯৮৫) তাদের সাথে কথার প্রেক্ষিতে ছয় হাজার টাকা দেয়া হয়। এই টাকা কম হয়েছে বলে চোরেরা আবার দুই হাজার টাকা বিকাশ করিয়ে নেয়। কিন্তু আট হাজার টাকা পাওয়ার পরও তারা মিটার ফেরত না দিয়ে আরও চার হাজার টাকা চায়। শুধু তাই নয়, টাকা না দিয়ে নতুন মিটার লাগালে আবারও তা চুরি করবে বলে হুমকি দেয় বলে অভিযোগে জানানো হয়েছে। এ প্রেক্ষিতে ব্যাংকের উপশাখা ব্যবস্থাপক গত ১০ নভেম্বর গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতির মহিমাগঞ্জ সাব-জোনাল অফিসে ও গোবিন্দগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। ওই দিন একই অভিযোগে গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতির মহিমাগঞ্জ সাব-জোনাল অফিসের পক্ষ থেকেও গোবিন্দগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।

গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতির মহিমাগঞ্জ সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মো: মাহমুদুল ইসলাম জানান, গত এক সপ্তাহে মহিমাগঞ্জের একটি তেলের মিল, দুটি স-মিল, ওয়াল্টন শোরুম এবং এনআরবিসি নামের একটি বেসরকারি ব্যাংকের উপশাখার বৈদ্যুতিক মিটার চুরি করেছে ওই চিরকুট চক্র। এর মধ্যে অনেকেই বিকাশে টাকা পাঠিয়ে ফেরত পেয়েছেন তাদের মিটার। অধিকাংশ গ্রাহকই অভিযোগ না করে গোপনে টাকা দিয়ে মিটার ফেরত নেয়ায় চক্রটির দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে। এদের হাত থেকে রক্ষা পেতে সচেতনতার পাশাপাশি মিটার সুরক্ষার জন্য বিভিন্ন সতর্কতামূলক পরামর্শ দেয়া হচ্ছে গ্রাহকদের।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম এনআরবিসি ব্যাংকের এজাহারের বিষয়টি নিশ্চিত করে জানান, চক্রটিকে ধরতে তৎপরতা শুরু করা হয়েছে।

Header Ad
Header Ad

ভারতের কারাগারে বন্দি ১০৬৭ বাংলাদেশির তালিকা ও পুলিশ লাইনে গোপন বন্দিশালার খোঁজ পেয়েছে গুম কমিশন

ছবি: সংগৃহীত

ভারতের বিভিন্ন কারাগারে বন্দি ১০৬৭ বাংলাদেশির তালিকা ও পুলিশ লাইনে গোপন বন্দিশালার খোঁজ পেয়েছে গুম কমিশন গুমসংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি।

কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত বিচারক মইনুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের বিভিন্ন কারাগারে গত দুই-আড়াই বছরে আটক হওয়া বাংলাদেশিদের নাম ও ঠিকানাসহ একটি তালিকা পাওয়া গেছে। বর্তমানে কমিশন যাচাই করছে—এই তালিকায় গুম হওয়া কোনো ব্যক্তি রয়েছে কিনা।

কমিশন জানায়, বাংলাদেশের সীমান্তবর্তী জেলা পুলিশের সুপার ও বিজিবি কর্মকর্তাদের কাছ থেকে ভারত থেকে পুশইন হওয়া ব্যক্তিদের তথ্য চাওয়া হলে ১৪০ জনের একটি তালিকা পাওয়া গেছে। তবে এই তালিকায় গুম হওয়া ব্যক্তিদের নাম এখনও পাওয়া যায়নি।

এছাড়া, গুম সংক্রান্ত তদন্ত কমিশন জানিয়েছে, এ পর্যন্ত ১,৭৫২টি অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে প্রায় ১,০০০টি অভিযোগ যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। গুমের শিকার হয়ে ফিরে না আসা ৩৩০ জনের বর্তমান অবস্থাও খতিয়ে দেখা হচ্ছে।

কমিশনের প্রধান মইনুল ইসলাম চৌধুরী বলেন, "গুমের ঘটনায় বিভিন্ন বাহিনীর সদস্য জড়িত থাকলেও পুরো বাহিনীকে দায়ী করা উচিত নয়। অপরাধীদের ব্যক্তিগত দায় নির্ধারণ করা হবে।"

গুম সংক্রান্ত তদন্ত কমিশন জানিয়েছে, পুলিশের গোপন বন্দিশালা পাওয়ার তথ্য মিলেছে। কমিশনের সদস্য নূর খান জানান, বগুড়া পুলিশ লাইনে এ ধরনের একটি বন্দিশালা পাওয়া গেছে, যেখানে বিভিন্ন স্থান থেকে বন্দিদের জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করা হতো।

তিনি বলেন, "পুলিশ লাইনের ভেতরে গোপন বন্দিশালা তৈরি করা হয়েছিল, যা একেবারে অবৈধ ছিল। আমাদের ধারণা, এ ধরনের বন্দিশালা আরো থাকতে পারে।" গুম কমিশনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, এই ধরনের বন্দিশালা গত ১৫ বছরের মধ্যে নির্মিত হয়েছিল এবং গত ১০-১২ বছরে এমন স্থাপনা বেশি তৈরি হয়েছে। এখানে বন্দিদের নিয়ে আসা হতো, জিজ্ঞাসাবাদ ও নির্যাতন চলত, এবং কিছু ক্ষেত্রে বন্দিরা মৃত্যুবরণও করেছে।

এ বিষয়ে গুম কমিশন জানিয়েছেন, ভবিষ্যতে এসব গোপন বন্দিশালার আরও সন্ধান পাওয়া যেতে পারে।

প্রসঙ্গ, আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বিভিন্ন শ্রেণির মানুষকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে ‘বিশেষ’ স্থানে রাখা হতো, যা পরবর্তীতে ‘আয়নাঘর’ নামে পরিচিতি পায়। সুইডেনভিত্তিক সংবাদমাধ্যম নেত্র নিউজে প্রতিবেদন প্রকাশিত হলে এসব স্থান সম্পর্কে জনসাধারণ জানতে পারে। গুম হওয়া ব্যক্তিদের অনেকেই শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির পর আয়নাঘর থেকে ফিরে আসেন এবং তাদের বয়ানে উঠে আসে আয়নাঘরের ভয়াবহতার চিত্র।

Header Ad
Header Ad

জনকল্যাণে কাজ করাই বিএনপির মূল লক্ষ্য: আমিনুল হক

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। ছবি: সংগৃহীত

রাজধানীতে পবিত্র রমজান মাস উপলক্ষে গরিব ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

মঙ্গলবার (০৪ মার্চ) সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রাজধানীর পল্লবী ও রূপনগর থানার ৮টি ওয়ার্ডের অসহায়দের মাঝে এসব বিতরণ করা হয়।

এসময় আমিনুল হক বলেন, ‘জনকল্যাণে কাজ করাই বিএনপির মূল লক্ষ্য। গত ১৭ বছরে পতিত স্বৈরাচার সরকার জনগণের পাশে ছিল না। জনগণকে বঞ্চিত করে নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করতে ব্যস্ত সময় কাটিয়েছিল তারা।’

তিনি আরও বলেন, ‘ফ্যাসিষ্ট সরকারের নির্যাতন নিপীড়ন সহ্য করেও গত ১৭ বছরে বিএনপি জনগণের পাশে ছিল এবং এখনো বিএনপি জনগণের পাশে থেকে কাজ করছে। দেশে যখনই কোনো মহামারী দুর্যোগ বন্যা ও করোনাকালীন কঠিন সময় এসেছে। সেই কঠিন সময়েও বিএনপির নেতাকর্মীরা জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। কারণ বিএনপি জনগণের দল।’

ইফতার সামগ্রী বিতরণের সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Header Ad
Header Ad

মার্কিন গোয়েন্দা প্রধান ও শেখ হাসিনার বৈঠক, যা জানা গেল

ছবি: সংগৃহীত

সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলকাতায় আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের সঙ্গে বৈঠক করেছেন। তবে বিষয়টি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা এবং তথ্য যাচাইয়ের জন্য ‘রিউমার স্ক্যানার’ নামক আন্তর্জাতিক ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান অনুসন্ধান করেছে।

তবে আন্তর্জাতিক স্বীকৃত বাংলাদেশের ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের অনুসন্ধানে বিষয়টির সত্যতা উঠে এসেছে। সোমবার (৩ মার্চ) রিউমার স্ক্যানারের এক প্রতিবেদনে বলা হয়েছে, পুরোনো সরকারি সফরের ভিডিওকে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের সঙ্গে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক দাবিতে প্রচার করা হচ্ছে।

Sting Newz নামের ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ২৩ নভেম্বর ‘কলকাতায় পা রেখে কি বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শুনুন’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। যে ভিডিওর সঙ্গে শেখ হাসিনার বৈঠক দাবিতে প্রচারিত ভিডিওটির দৃশ্যের মিল খুঁজে পাওয়া গেছে।

ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, মূল ভিডিওটির ০০:১৫ থেকে ০০:৪১ সেকেন্ড পর্যন্ত অংশটি আলোচিত ভিডিওতে ব্যবহার করা হয়েছে। ভিডিওর সেই অংশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণমাধ্যমের সামনে বক্তব্য প্রদান করতে দেখা যায়। পরবর্তী সময়ে, ইলেকট্রনিক গণমাধ্যম Ekattor TV এর ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ২২ নভেম্বর ‘একান্ত বৈঠকে বসছে শেখ হাসিনা ও মমতা’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটি পর্যবেক্ষণ করে দেখা যায়, সেই ভিডিওতে শেখ হাসিনার পরনে থাকা শাড়ির সঙ্গে আলোচিত ভিডিওতে থাকা তার পরনে শাড়ির মিল রয়েছে। প্রতিবেদন সূত্রে জানা যায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলীর আমন্ত্রণে বাংলাদেশ-ভারতের ঐতিহাসিক দিবারাত্রি টেস্টের উদ্বোধনীতে অংশ নিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে বছর ২২ নভেম্বর সরকারি সফরে কলকাতা পৌঁছান।

অর্থাৎ, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের সঙ্গে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের তথ্যও সঠিক নয়। পুরোনো সরকারি সফরের ভিডিও প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ভারতের কারাগারে বন্দি ১০৬৭ বাংলাদেশির তালিকা ও পুলিশ লাইনে গোপন বন্দিশালার খোঁজ পেয়েছে গুম কমিশন
জনকল্যাণে কাজ করাই বিএনপির মূল লক্ষ্য: আমিনুল হক
মার্কিন গোয়েন্দা প্রধান ও শেখ হাসিনার বৈঠক, যা জানা গেল
৯১ দিনে কোরআনের হাফেজ ৬ বছরের আব্দুর রহমান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বাধ্যতামূলক ডোপ টেস্ট
উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম
নতুন দলের বেশিরভাগ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে: এম এ আজিজ
রোজাদারকে ইফতার করানোর বিশেষ পুরস্কার
প্রধান উপদেষ্টার আপত্তিতেই ‘ডেভিল হান্ট’ নাম বদলের সিদ্ধান্ত
ভারতের প্রতিশোধ নাকি আবার অস্ট্রেলিয়া?
শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় দুই চা শ্রমিক নিহত, আহত ১৮
নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি চলছে: হাসনাত আব্দুল্লাহ
মার্কিন অনুদান বন্ধে ভারতে ট্রান্সজেন্ডার হাসপাতালগুলোর কার্যক্রম স্থগিত
পদত্যাগ করেছেন ইরানের ভাইস-প্রেসিডেন্ট জাভেদ জারিফ
পুরোনো সংবিধান রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় : নাহিদ ইসলাম
খালেদা জিয়ার শারী‌রিক অবস্থা স্থি‌তিশীল: ডা. জা‌হিদ  
রাবির তথ্য অফিসার পদে নিয়োগ পেলেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা
বধ্যভূমিতে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল এনসিপি  
অনিয়মের অভিযোগে কুবির রেজিস্ট্রারকে বাধ্যতামূলক ছুটি  
ইউক্রেনে সামরিক সহায়তা স্থগিতের নির্দেশ ট্রাম্পের