সচিব মোড়ে ভাঙা কালভার্টে ঝুঁকি নিয়ে যান চলাচল
সিরাজগঞ্জের কামারখন্দের সচিব মোড় আঞ্চলিক সড়কের ভাঙা কালভার্টে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন।
ভারি যানবাহন চলাচলের কারণে গত কয়েকদিন ধরে কালভার্টটির সিংহভাগ ভেঙে দেবে গেছে। ফলে যানবাহন চলাচলে অচল অবস্থার সৃষ্টি হয়েছে। ভারি যানবাহনসহ ছোট-বড় যানবাহন কালভার্টটির ওপর দিয়ে চলাচলের কারণে যেকোনো সময়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
সোমবার (৭ ফেব্রুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের চরদোগাছি সচিব মোড়ে ক্ষতিগ্রস্ত এ কালভার্টটির উপর দিয়ে অনেক যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। যেকোনো সময় কালভার্টটি ভেঙে দুর্ঘটনা ঘটতে পারে।
স্থানীয়রা বলেন, পাথর বোঝাই ভারি ট্রাক, মাটি বোঝাই ড্রাম ট্রাক, ইট বালুবাহী ট্রাক অবাধে চলাচল করায় কালভার্টটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঢাকা-বগুড়া মহাসড়কের নলকা মোড় হতে জামতৈল আঞ্চলিক সড়কের সচিব মোড়ে কালভার্টটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে।
এ বিষয়ে ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক খাঁন বলেন, এ কাজটি ইউনিয়ন পরিষদের আওতায় নয়। ক্ষতিগ্রস্ত কালভার্টটির বিষয়ে এলজিইডি কামারখন্দকে জানিয়েছি।
এ বিষয়ে কামারখন্দ উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, ক্ষতিগ্রস্ত কালভার্টটির বিষয়ে ইতোমধ্যে অবহিত হয়েছি। খুব দ্রুত কালভার্টটির মেরামত কাজ করা হবে।
এলএ/এমএসপি