বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক ড্রাইভার এর মৃত্যু
ছবি : ঢাকাপ্রকাশ
বেনাপোল বন্দরে ভারত থেকে পণ্য নিয়ে আসা দিনেশ চান যাদব (৫২) নামে এক ভারতীয় ট্রাক চালকের মৃত্যু হয়েছে। গত ৭ নভেম্বর বৃহস্পতিবার তুলা বোঝাই ট্রাক নিয়ে বাংলাদেশে প্রবেশের পর তিনি বেনাপোল বন্দরের ২৫ নম্বর টিটিআই এসিড মাঠে গাড়ি পার্ক করেন। তার সাথে থাকা সহকর্মী অন্যান্য চালকরা জানিয়েছেন, স্ট্রোকজনিত কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং শুক্রবার সকালে নোম্যান্সল্যান্ডে তার মৃত্যু ঘটে।
দিনেশ যাদবের বাড়ি ভারতের উত্তর প্রদেশের আহমেদ নগর জেলার ভাসমাম কমিশিরপুর, জালালপুর গ্রামে। তার ট্রাকের নাম্বার ছিল GJOIHT-1454 এবং তিনি বাংলাদেশি আমদানি প্রতিষ্ঠান রোজ ইন্টিমেস লিমিটেডের জন্য পণ্য নিয়ে আসেন।
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, শুক্রবার সকালে বন্দরে ভারতীয় ট্রাক চালক অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে ভারতে ফেরত পাঠিয়ে চিকিৎসা দেয়ার উদ্যোগ নেয়া হয়। বেনাপোল বন্দরের পরিচালক এই বিষয়টি পেট্রাপোল বন্দরের ম্যানেজার কমল সাইনি ও পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তীকে জানান। তবে পেট্রাপোল কর্তৃপক্ষ দ্রুত সাড়া না দেয়ায় তাকে চিকিৎসা দেয়া সম্ভব হয়নি, এবং নোম্যান্সল্যান্ডেই তার মৃত্যু ঘটে।
ঘটনার বিষয়ে বেনাপোল পোর্ট থানায় জানানো হলে পুলিশ নোম্যান্সল্যান্ড থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠায়। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া বলেন, ময়নাতদন্ত শেষে লাশ ভারতে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করা হবে।