সেন্টমার্টিনে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু, স্বস্তি ফিরেছে দ্বীপবাসীর মাঝে
ছবি: সংগৃহীত
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাটের পর অবশেষে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু হয়েছে। গত শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যা থেকে দ্বীপের সবকিছু বিদ্যুৎহীন ছিল, যা স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন জীবনযাত্রায় বেশ বিঘ্ন ঘটায়। দীর্ঘ প্রতীক্ষার পর বিদ্যুৎ ফিরে আসায় সেন্টমার্টিনের হাজারো মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
সেন্টমার্টিনে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ব্লু-মেরিন এনার্জি লিমিটেড জানিয়েছে, এই বিদ্যুৎ বিভ্রাটের মূল কারণ ছিল বাংলাদেশ স্কুব টেকনোলজি লিমিটেড নিয়ন্ত্রিত সোলার প্রজেক্টের টোকেন রিচার্জ সফটওয়্যারের সার্ভারজনিত সমস্যা। এর ফলে দ্বীপের বিদ্যুৎ সেবা সাময়িকভাবে বন্ধ ছিল। তবে এই সমস্যা বর্তমানে সমাধান করা হয়েছে বলে প্রতিষ্ঠানটি নিশ্চিত করেছে।
ব্লু-মেরিন এনার্জি লিমিটেডের প্রকৌশলী মো. রফিকুল ইসলাম জানান, "সফটওয়্যারের সার্ভার সমস্যার কারণে বিদ্যুৎ সরবরাহে বাধা সৃষ্টি হয়েছিল। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এবং সকল গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।"
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান এ বিষয়ে বলেন, "একদিনের বিদ্যুৎ বিভ্রাটের পর দ্বীপে পুনরায় বিদ্যুৎ ফিরে এসেছে। মূলত দ্বীপের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানের সফটওয়্যারের সমস্যার কারণেই এই অসুবিধা দেখা দিয়েছিল। তবে এখন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।"
স্থানীয় বাসিন্দা নুর মোহাম্মদও জানান, "দ্বীপে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় কিছুটা অসুবিধা হয়েছিল, তবে এখন বিদ্যুৎ ফিরে এসেছে এবং আমরা স্বস্তি অনুভব করছি।"
এর আগে ব্লু-মেরিন এনার্জি লিমিটেড থেকে জানানো হয়েছিল যে চীন ও বাংলাদেশের সফটওয়্যার প্রোগ্রামারদের যৌথ প্রচেষ্টায় সমস্যাটি সমাধান করা হচ্ছে। সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের জন্য প্রতিষ্ঠানটি দুঃখ প্রকাশ করেছে এবং ভবিষ্যতে এ ধরনের সমস্যার পুনরাবৃত্তি রোধে আরও সতর্ক হবে বলে জানিয়েছে।
সেন্টমার্টিনে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু হওয়ায় দ্বীপের বাসিন্দাদের মধ্যে ফের স্বাভাবিক জীবনযাত্রা শুরু হয়েছে, যা স্থানীয় পর্যটন খাতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।