ইউপি নির্বাচন
কুমিল্লায় বিভিন্ন কেন্দ্রে আটক ৮, প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার
কুমিল্লায় ইউনিয়ন পরিষদের সপ্তম ধাপের নির্বাচনে দুই উপজেলায় আটজনকে আটক করা হয়েছে।
নৌকার এক প্রার্থীকে জাল ভোট দেওয়া এবং নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাদের আটক করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এদের মধ্যে একজনকে কারাদণ্ড ও একজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া বাকশীমুল ইউপির ছয়গ্রাম কেন্দ্রে ভোটের ধীরগতির কারণে প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এসে জাল ভোট দেওয়ার চেষ্টা করলে পুলিশ চার যুবকে আটক করে।
এ দিকে দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নে এক প্রার্থীর সমর্থকক মো. শাহাজাহানকে ৩৯ হাজার ৫০০ টাকাসহ আটক করা হয়। এ সময় তাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
নির্বাচনি দায়িত্বে থাকা সদর দক্ষিণ উপজেলার ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুভাশীষ ঘোষ বলেন, ‘আটক ব্যক্তি ভোট কেনার চেষ্টা করছিলেন।’
বরকামতা ইউনিয়নের নবিয়াবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে একাধিক লোকজন নিয়ে কেন্দ্রে প্রবেশ করায়
নৌকা প্রতীকের প্রার্থী মো. নুরুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রট অমিত দত্ত।
এসএন