ইউপি নির্বাচন
সুনামগঞ্জে ৭ ইউপিতে চলছে ভোট গ্রহণ
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সপ্তম ধাপে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সাত ইউনিয়ন পরিষদ ভোট গ্রহণ চলছে।
সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে এ চলবে এ ভোট গ্রহণ।
উপজেলার ৭টি ইউনিয়নের ৭১টি ভোট কেন্দ্রে চলবে ভোট গ্রহণ। সকাল থেকে বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল ৮টার আগেই ভোটাররা কেন্দ্রে এসেছেন।
সুষ্ঠুভাবে এসব নির্বাচনে ভোট গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। গতকাল শনিবার প্রতিটি কেন্দ্রে নির্বাচনি সামগ্রী পৌঁছে গেছে। ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে মাঠে নিয়োজিত আছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
জেলা নির্বাচন অফিসের সূত্রে জানা যায়, ইউনিয়নগুলো হলো, তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর, শ্রীপুর দক্ষিণ, বড়দল উত্তর, বড়দল দক্ষিণ, বাদাঘাট, তাহিরপুর সদর ও বালিজুরি ইউনিয়ন। উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৪৪ জন, সাধারণ সদস্য পদে ২৯৩ এবং সংরক্ষিত আসনে ১০০ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাতটি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৪২ হাজার ৫৮৬ জন।
সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিসার মুরাদ উদ্দিন হাওলাদার ঢাকা প্রকাশকে বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। মাঠে আইনশৃঙ্খলা রক্ষায় ম্যাজিস্ট্রেট, পুলিশ ও আনসার সদস্যরা রয়েছেন। এখন পর্যন্ত সবকটি ভোট কেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ছাড়া যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।
এসএন