কুমিল্লার ২৩ ইউনিয়নে ভোট গ্রহণ চলছে
শঙ্কা আর উৎকণ্ঠায় আজ অনুষ্ঠিত হচ্ছে কুমিল্লার বুড়িচং ও দেবিদ্বার উপজেলার ২৩ ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট। এদিকে সকাল থেকে ব্যাপক ভোটার উপস্থিতি দেখা গেছে। এর মধ্যে মহিলা ভোটারের উপস্থিতি বেশি।
দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী গতকাল রাতে অসুস্থ হয়ে মারা যায়। তাই ওই ইউপির নির্বাচন স্থগিত করা হয়।
এদিকে ২৩ ইউপির ২০৬টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে আইন-শৃঙ্খলাবাহিনীর ছয় হাজারের বেশি সদস্য মাঠে নিয়োজিত রয়েছেন। তা ছাড়া মাঠে রয়েছে জেলা প্রশাসনের ৪৪ ম্যাজিস্ট্রেট।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কুমিল্লার দুটি উপজেলার মধ্যে বুড়িচংয়ের ৯টি ও দেবিদ্বার উপজেলার ১৫টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। ২৪টি ইউপির ২৪৯ কেন্দ্রে ভোট কক্ষ রয়েছে ১ হাজার ৫০৭টি। মোট ভোটার ৫ লাখ ৩৬ হাজার ২৬৯ জন।
পুলিশের জেলা গোয়েন্দা তথ্য কর্মকর্তা মো. মনির আহাম্মদ জানান, দুই উপজেলায় ২০৬টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে দেবিদ্বার উপজেলায় ১০৬টি ও বুড়িচং উপজেলায় ১০০টি কেন্দ্র রয়েছে। নির্বাচনে জেলা পুলিশের ১ হাজার ৮০০ সদস্য, র্যাব–বিজিবিসহ অন্যান্য বাহিনীর সদস্যরা নিয়োজিত আছেন।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে মুসলিমা জানান, একটি সুন্দর ও সুষ্ঠু ভোটের আয়োজন করতে ৪৪ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নির্বাচনী মাঠে কাজ করছেন। নির্বাচনের দিন ও এর আগে পরে মাঠে থাকছেন তারা।
জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন করতে জেলা পুলিশ প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। আশা করি সুন্দর পরিবেশে নির্বাচন হবে, এ জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।’
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। মাঠে জেলা ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সংস্থার লোকজন কাছ করছে। অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত সুন্দর একটি নির্বাচন হবে।
টিটি/