জাতীয় ঐক্য চায় জাতীর স্বার্থের ব্যাপারে: আমির ডা. শফিকুর রহমান
নওগাঁয় ১৮ বছর পর জেলা জামায়াতে উদ্যোগে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। ছবি : ঢাকাপ্রকাশ
বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জাতীয় ঐক্য চায় জাতীর স্বার্থের ব্যাপারে। আমরা বিভক্ত কোন জাতী দেখতে চাইনা। যারা একটা জাতীকে বিভিন্ন ধোয়া তুলে টুকরা টুকরা ভাগে বিভক্ত করতে চায় তারা জাতীর দুশমন। জাতীয় ঐক্য চায় জাতীর স্বার্থের ব্যাপারে। রাজনীতি ও দল যার যার অবস্থানে থাকবে। কিন্তু জাতীয় স্বার্থে সবাই এক। কোন বৈরি শক্তি ও শত্রু শক্তি কখনো বিজয়ী হতে পারে না।’
শনিবার (১৯ অক্টোবর) বিকেল ৩টায় নওগাঁ শহরের নওযোয়ান মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার আয়োজিত সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আল্লাহ যদি কখনো দেশ পরিচালনার দায়িত্ব আমাদের দেন আমরা সেবক হবো। যারা মালিক হয়েছে তাদের পরিণতি চোখের সামনে আপনারা দেখেছেন। মানুষের সাথে গাদ্দারি ও ধোকা দিলে কি হয়। এ থেকে সকল রাজনৈতিক দলের শিক্ষা নেয়া উচিত।’
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চল সহঃ পরিচালক অধ্যাপক মো. রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী আমীর ডঃ মো. কেরামত আলী।
জেলা পূর্ব জামায়াতের সেক্রেটারি এ্যাডঃ আ.স.ম সায়েমের পরিচালনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও নওগাঁ পর্ব খ.ম আব্দুর রাকিব,কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও নওগাঁ পশ্চিম আমির ইঞ্জিঃ মোঃ এনামুল হক, নওগাঁ জেলা পূর্ব নায়েবে আমির অধ্যাপক মোঃ মহিউদ্দীন, জেলা পশ্চিম নায়েবে আমির মাওঃ হাবিবুর রহমান, সাবেক শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল ও খুলনা মহানগরী কর্মপরিষদ সদস্য আ.স.ম মামুন শাহীনসহ প্রমূখ।