উলিপুরে ৩০ কেজির বাঘাইড় ৩৬ হাজারে বিক্রি
কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে বিশালাকার একটি বাঘাইড় মাছ ধরেছে ওই এলাকার জেলেরা। মাছটির ওজন ৩০ কেজি। বিশালাকার বাঘাইড় ধরা পড়ায় এলাকার জেলেরা আনন্দিত। মাছটি শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার আগে জালে ধরা পড়ে।
উপজেলার হাতিয়া ইউনিয়নের অনন্তপুর এলাকার জেলে আছর আলী মাছটি শিকার করেন।
পরে শনিবার (৫ ফেব্রুয়ারি) রাতে বাঘাইড়টি ‘প্রান্তিক’ নামে একটি অনলাইন অর্গানিক শপের মাধ্যমে বিক্রি করে জেলেরা।
এ ব্যাপারে ‘প্রান্তিক’র সদস্য মারুফ জানান, বাঘাইড়টি ওজনে ৩০ কেজি ৫০০ গ্রাম। ব্রহ্মপুত্র নদে প্রায়ই এ ধরনের বিশালাকার বাঘাইড় ধরা পড়ছে। ওই মাছটি ১ হাজার ২০০টাকা কেজি দরে ৩৬ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
এ প্রসঙ্গে কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায় জানান, বাঘাইড় একটি সঙ্কটাপন্ন প্রজাতির মাছ। তবে মৎস্য আইনে এটি শিকারের ব্যাপারে সুস্পষ্ট নিষেধাজ্ঞা নেই।
এ/এমএসপি