রংপুর বিভাগে করোনায় তিনজনের মৃত্যু
গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগে করোনাভাইরাসে তিনজনের মৃত্যু হয়েছে। এদিকে নতুন করে ২৯০ জনের প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
নিহতদের মধ্যে দিনাজপুরে দুজন এবং নীলফামারী জেলায় একজনের মৃত্যু হয়েছে। এ দুই জেলায় সুস্থ হয়েছেন ১৭৬ জন।
রবিবার (০৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৮৭০ জনের নমুনা পরীক্ষায় দিনাজপুরে ৫৯ জন, রংপুরে ১০১ জন, গাইবান্ধায় ২৭ জন, লালমনিরহাটে ১৬ জন, নীলফামারীতে ৪৯ জন, পঞ্চগড়ে ২৭ জন, এবং কুড়িগ্রাম জেলায় ১১ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। এ নিয়ে রংপুর বিভাগে ৩ লাখ ২৪ হাজার ৪১৮ জনের নমুনা পরীক্ষায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬১ হাজার ৪৯০ জনে। এ ছাড়া মৃত্যু হয়েছে ১ হাজার ২৬০ জনের। আর এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৫ হাজার ৫৭৩ জন রোগী।
এ ব্যাপারে আজ দুপুরে এক প্রেস বার্তায় এ তথ্য নিশ্চিত করেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ আবু মোঃ জাকিরুল ইসলাম ।
তিনি জানান, আজ পর্যন্ত দিনাজপুর জেলায় ১৬ হাজার ২৯২ জন আক্রান্ত ও ৩৩৬ জনের মৃত্যু হয়েছে। রংপুর জেলায় ১৪ হাজার ১৯১ জন আক্রান্ত ও ২৯৫ জনের মৃত্যু হয়েছে। ঠাকুরগাঁও জেলায় ৮ হাজার ৩৯৭ জন আক্রান্ত ও ২৫৬ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ৫ হাজার ৩০৬ জন আক্রান্ত ও ৬৩ জনের মৃত্যু, নীলফামারী জেলায় ৫ হাজার ১৫৩ জন আক্রান্ত ও ৯০ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ৪ হাজার ৮৬৭ জন আক্রান্ত ও ৬৯ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ৩ হাজার ৭৬ জন আক্রান্ত ও ৭০ জনের মৃত্যু, পঞ্চগড় জেলায় ৪ হাজার ২০৮ জন আক্রান্ত এবং ৮১ জনের মৃত্যু হয়েছে।
জিএমএ/এসআইএইচ