রবিবার, ৩০ মার্চ ২০২৫ | ১৬ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

মহিমাগঞ্জে আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবিতে রেলওয়ে মহাপরিচালক বরাবর স্বারকলিপি প্রদান

ছবি: ঢাকাপ্রকাশ

গাইবান্ধার মহিমাগঞ্জ রেলস্টেশনে ঢাকা গামী আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবিতে বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক বরাবর স্বারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী।

রবিবার দুপুরে ৩ টায় কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক বরাবর স্বারকলিপিটি প্রদান করেন।

স্থানীয়রা জানান, ‌‌‌''উত্তর জনপদের প্রবেশদার বৃহত্তর গোবিন্দগঞ্জ উপজেলার একমাত্র রেলস্টেশন মহিমাগঞ্জ। গোবিন্দগঞ্জ উপজেলার একমাত্র এই স্টেশনে ঢাকা গামী আন্তঃনগর ট্রেন স্টপেজের দাবি ছিল দীর্ঘদিনের। আওয়ামী সরকারের বৈষমের শিকার ছিলেন মহিমাগঞ্জের বাসিন্দারা।'' তাদের অভিযোগ বগুড়ার পাশের থানা হওয়ায় এতদিন আন্তঃনগর রেলসেবা থেকে বঞ্চিত ছিল মহিমাগঞ্জবাসী।

এদিকে গত ১১ সেপ্টেম্বর,২০২৪ইং তারিখে মহিমাগঞ্জ রেল স্টেশনে ট্রেন স্টপেজের দাবীতে বুড়িমারী এক্সপ্রেস ও রংপুর এক্সপ্রেস ২ টি ট্রেন থামিয়ে দিয়ে আন্দোলন করেন স্থানীয় ছাত্রসমাজ ও সর্বস্তরের জনতা। স্থানীয় জনসাধারণের পক্ষে নেতৃত্বে ছিলেন রংপুর সুগার মিলস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু সুফিয়ান সুজা ও মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক এবং ছাত্রসমাজের পক্ষে আন্দোলনের নেতৃত্বে ছিলেন জিয়ন রহমান ও মহিমাগঞ্জ রাজনৈতিক থানা ছাত্রদলের আহ্বায়ক মোফাজ্জল হোসেন ।

ঐদিন মহিমাগঞ্জের ছাত্র জনতার, গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসন ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সমন্বয় করে রেল চলাচল স্বাভাবিক করেন গোবিন্দগঞ্জ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক। তিনি ঐদিন রেলওয়ের মহাপরিচালকের সাথে কথা বলে স্থানীয় ছাত্র জনতাকে ঢাকা গামী আন্তঃনগর ট্রেনের স্টপেজের ব্যাপারে আশ্বস্ত করেন। এর ধারাবাহিকতায় গতকাল রবিবার দুপুর ৩টায় কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক বরাবর স্বারকলিপি প্রদান করেন।

স্বারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন ৩২,গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন, কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক, রংপুর সুগার মিলস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু সুফিয়ান সুজা ও মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সোহেল, মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপি নেতা ও সাবেক মেম্বর রবিউল ইসলাম খাজা, মহিমাগঞ্জ ইউনিয়নের সাবেক মেম্বর আব্দুস সোবহান খাজা, ইন্ডাস্ট্রিয়াল গ্লোবাল ইউনিয়নের কান্ট্রি কো অর্ডিনেটর হাসান তারেক, গাইবান্ধা জেলা ছাত্রদলের সহ- সাংগঠনিক সম্পাদক শাহাদৎ জামান সাইফ, মহিমাগঞ্জ রাজনৈতিক থানা ছাত্রদলের আহ্বায়ক মোফাজ্জল হোসেন, মহিমাগঞ্জ রাজনৈতিক থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আরিফ হাসান ইদুল, মহিমাগঞ্জ রাজনৈতিক থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তানজিমুল ইসলাম তুষার । ছাত্রসমাজের পক্ষে জিয়ন ইসলাম,জুলফিকার ইসলাম, পলাশ ইসলাম জয় ও জাকির হোসেন সহ আরও অনেকে

উল্লেখ্য যে, মহিমাগঞ্জে উত্তরবঙ্গের সবচেয়ে বড় ভারী শিল্প রংপুর সুগার মিলস অবস্থিত। এছাড়াও এখানে আছে মহিমাগঞ্জ আলীয়া কামিল মাদ্রাসা। মহিমাগঞ্জ ও কোচাশহরে আছে হোসেয়ারি শিল্প যেখানে প্রতিবছর প্রায় ১০০০ কোটি টাকার মালামাল উৎপাদন হয়।

Header Ad
Header Ad

ঈদুল ফিতরের ছুটিতে দুই দিনে রাজধানী ছাড়লেন ৪১ লাখ মানুষ

ছবি: সংগৃহীত

পরিবার-পরিজনের সঙ্গে ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ঢাকা ছেড়েছেন প্রায় ৪১ লাখ মানুষ। মোবাইল অপারেটর কোম্পানিগুলোর দেওয়া সিম মবিলিটির তথ্য বিশ্লেষণ করে এ পরিসংখ্যান পাওয়া গেছে।

তথ্য অনুযায়ী, গত ২৮ ও ২৯ মার্চ দুই দিনে মোট ৪০ লাখ ৯৪ হাজার ৬২১ জন ঢাকা ছেড়েছেন। এর মধ্যে ২৮ মার্চ রাজধানী ছেড়েছেন ১৮ লাখ ৯৯ হাজার ৫৩৭ জন, আর ২৯ মার্চ এই সংখ্যা বেড়ে হয়েছে ২১ লাখ ৯৫ হাজার ৮৪ জনে।

উল্লেখ্য, চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ৩১ মার্চ (সোমবার) বা ১ এপ্রিল (মঙ্গলবার) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার কথা রয়েছে। তবে সরকার ৩১ মার্চ ঈদ ধরে এই দিনসহ পাঁচ দিনের ছুটি নির্ধারণ করেছে, যা ২৯ মার্চ (শনিবার) থেকে শুরু হয়ে ২ এপ্রিল (মঙ্গলবার) পর্যন্ত চলবে।

এছাড়া, ৩ এপ্রিল (বুধবার) অফিস খোলা থাকার কথা থাকলেও সরকার নির্বাহী আদেশে এই দিনকেও ছুটি ঘোষণা করেছে। এরপর ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ৯ দিনের ছুটি ভোগ করবেন।

এত দীর্ঘ ছুটিতে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে, যা ঈদ শেষে রাজধানীতে ফিরতি যাত্রাকে ব্যস্ত করে তুলবে।

Header Ad
Header Ad

ঈদেও রেহাই নেই গাজার, ইসরায়েলি হামলায় নিহত ৯

ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজায় এবারও ঈদের আনন্দ নেই। ঈদের দিনেও দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা থেকে রক্ষা পায়নি নিরীহ ফিলিস্তিনিরা। সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ঈদের সকালে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচজন শিশু।

ধ্বংসস্তূপের মধ্যেই ঈদের নামাজ আদায় করেছেন গাজার মুসল্লিরা। নামাজ চলাকালীন সময়েও গুলির শব্দ শোনা গেছে। ফিলিস্তিনি তথ্য কেন্দ্র এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে ঈদের নামাজের সময় গোলাগুলির শব্দ এবং ধ্বংসযজ্ঞের দৃশ্য দেখা যায়।

ঈদের আগের দিন শনিবার (২৯ মার্চ) গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় এক শিশুসহ অন্তত ১৭ জন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। রবিবার ঈদুল ফিতরের সকালেও ইসরায়েলি বাহিনী বোমা হামলা চালায়, যার ফলে উৎসবের পরিবর্তে গাজা জুড়ে বইছে শোকের মাতম।

দীর্ঘ ১৫ মাসের সামরিক অভিযানের পর আন্তর্জাতিক চাপের মুখে গত ১৯ জানুয়ারি ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়। এরপর প্রায় দুই মাস তুলনামূলক শান্তি বজায় থাকলেও গাজা থেকে সেনা প্রত্যাহার নিয়ে হামাসের সঙ্গে মতবিরোধের জেরে চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকে ফের বিমান হামলা শুরু করে ইসরায়েল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন ইসরায়েলি বিমান হামলায় এ পর্যন্ত ৯২১ জন ফিলিস্তিনি নিহত এবং ৩০৫৪ জন আহত হয়েছেন। চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ইতোমধ্যে ইসরায়েল সম্পূর্ণভাবে লঙ্ঘন করেছে।

Header Ad
Header Ad

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সময় তারা দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, সেনাবাহিনীর চলমান কার্যক্রম এবং আসন্ন ঈদ উপলক্ষে গৃহীত বিশেষ পদক্ষেপগুলো নিয়ে আলোচনা করেন।

সাক্ষাৎকালে সেনাপ্রধান জানান, ঈদ উপলক্ষে সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। বিশেষ করে লঞ্চ টার্মিনাল, ট্রেন স্টেশন ও বাসস্ট্যান্ডগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যাতে যাত্রীরা নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছাতে পারেন। পাশাপাশি দেশের প্রধান সড়ক ও মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন রাখার বিষয়েও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।

এছাড়া, শিল্পাঞ্চলে শ্রমিক ও মালিকদের মধ্যে বোঝাপড়া বজায় রাখতে সেনাবাহিনী সক্রিয় ভূমিকা পালন করছে। এতে করে শিল্পপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম স্বাভাবিক থাকবে এবং শ্রমিকদের মধ্যে কোনো অস্থিরতা তৈরি হবে না।

জেনারেল ওয়াকার-উজ-জামান আরও জানান, গত জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে আহতদের সম্মানে দেশের প্রতিটি সেনানিবাসে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পাশাপাশি, আহত যোদ্ধা এবং শহীদদের পরিবারের পাশে দাঁড়াতে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।

প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর এই মানবিক ও পেশাদার ভূমিকার প্রশংসা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিতে একইভাবে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।

সাক্ষাতের শেষ পর্যায়ে সেনাপ্রধান প্রধান উপদেষ্টাকে আগাম ঈদ শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতেও সেনাবাহিনী দেশের সেবায় নিয়োজিত থাকবে বলে আশ্বস্ত করেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ঈদুল ফিতরের ছুটিতে দুই দিনে রাজধানী ছাড়লেন ৪১ লাখ মানুষ
ঈদেও রেহাই নেই গাজার, ইসরায়েলি হামলায় নিহত ৯
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেছে, সোমবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর
ফিলিস্তিনের আল-আকসায় ঈদের নামাজে মুসল্লিদের ঢল
খালেদা জিয়া ও তারেক রহমানকে ঈদের আমন্ত্রণ জানালেন প্রধান উপদেষ্টা
ধ্বংসস্তূপের মধ্যে গাজাবাসীর ঈদুল ফিতরের নামাজ
জাতীয় ঈদগাহে পাঁচ স্তরের নিরাপত্তা নিশ্চিত: ডিএমপি কমিশনার
৮ বছর পর পরিবারের সঙ্গে লন্ডনে ঈদ উদযাপন করলেন খালেদা জিয়া
ইসরাইলে হুথি বিদ্রোহীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
তিস্তা প্রকল্প নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে চীন
কারাগারে ঈদ: জেলে বন্দি নেতারা কেমন কাটাবেন ঈদের দিন?
শিল্পকলায় ‘চাঁদ রাতের আনন্দ অনুষ্ঠান’ থাকছে মাইজভান্ডারী গানের পরিবেশনা  
নিজেদের নয়, প্রকৃতিকে ঈদ উপহার দেওয়া উচিৎ : পরিবেশ উপদেষ্টা  
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৪৭৮টি যান পারাপার  
রেলের কেউ কালোবাজারিতে জড়াতে সাহস পায়নি : স্বরাষ্ট্র উপদেষ্টা    
রাজধানীতে কখন কোথায় ঈদ জামাত
জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রধান উপদেষ্টা  
ছোট সাজ্জাদকে গ্রেপ্তারের জেরে প্রাইভেটকারে এলোপাতাড়ি গুলি, নিহত ২  
খুলনায় আ.লীগ নেতাদের চাঁদায় এনসিপির ব্যানারে ইফতার