টাঙ্গাইলে পচা খাবার বিক্রি ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি করায় ৪ দোকান মালিককে জরিমানা
ছবি : ঢাকাপ্রকাশ
বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আওতায় খাবারে ভেজাল, মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ রেখে বিক্রি, দ্রব্য পণ্যের অতিরিক্ত দাম বৃদ্ধি রোধে অভিযান চালিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে মেয়াদ উত্তীর্ণ পচা খাবার সংরক্ষণ করে বিক্রি করার অপরাধে এক ফাস্ট ফুডসহ পার্শ্ববর্তী কালিহাতী উপজেলার জোকারচর এলাকায় অভিযান চালিয়ে চার দোকান মালিককে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার যমুনা সেতু পিকনিক স্পট এলাকার আকন্দ ফাস্ট ফুডকে ৩ হাজার টাকা, কালিহাতীর জোকারচর বাসস্ট্যান্ডের প্রিয়াংকা মিষ্টান্ন ভান্ডারকে ৫০০ টাকা, গৌরঙ্গ মিষ্টান্ন ভান্ডারকে ৫০০ টাকা ও আড্ডা ফাস্ট ফুডকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম এই অভিযান পরিচালনা করেন।
শিকদার শাহীনুর আলম বলেন, ফাস্ট ফুডে পচা-বাসি খাবার বিক্রি, দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করায় ওই চার প্রতিষ্ঠান দোকানকে বিভিন্ন অঙ্কে মোট ৫ হাজার জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।