রংপুর চিড়িয়াখানায় ‘মাঘের শীতে’ একমাত্র বাঘিনীর মৃত্যু
রংপুরের বিনোদন উদ্যান ও চিড়িয়াখানার ‘শাওন’ নামে একমাত্র বাঘিনীর মৃত্যু হয়েছে। বাঘের খাঁচাটি এখন বেঙ্গল টাইগার-শূন্য।
শনিবার (৫ জানুয়ারি) দুপুরে বাঘিনীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে রংপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
রংপুর চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর আম্বর আলী তালুকদার জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বাঘিনীটি মারা যায়।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, খাঁচায় একটি বাঘিনীই ছিল। এ বাঘিনীকে ‘শাওন’ নামে ডাকা হতো। ২০১০ সালে রংপুর চিড়িয়াখানায় শাওনকে আনা হয়। এটির জন্ম ২০০৩ সালের ৩০ জুন। বয়স হয়েছিল ১৮ বছর ৭ মাস। মৃত্যুর আগে কোনো রোগে আক্রান্ত ছিল না।
রংপুর চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর আম্বর আলী জানান, রয়েল বেঙ্গল টাইগারটির বয়স বেশি হয়েছিল। বাঘ সাধারণত ১৫ থেকে ১৬ বছর পর্যন্ত বাঁচে। সে অনুযায়ী বার্ধক্যের কারণে বাঘিনীর মৃত্যু হয়েছে।
শুক্রবার রাতেই ময়না তদন্ত শেষে চিড়িয়াখানাতেই পরিবেশ সম্মতভাবে বাঘিনীকে মাটিতে পোঁতনো হয়েছে।
দেশে দুটি সরকারি চিড়িয়াখানার মধ্যে রংপুরে একটি। প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে রংপুর নগরীর হনুমান তলা এলাকায় ১৯৮৯ সালে রংপুর চিড়িয়াখানাটি গড়ে ওঠে। দর্শনার্থীদের জন্য ১৯৯২ সালে খুলে দেওয়া হয়। প্রায় ২২ একর জমির উপর প্রতিষ্ঠিত এই চিড়িয়াখানাটিতে ৩৩ প্রজাতির ২৬০টি প্রাণী রয়েছে।
জিএমএ/এমএসপি