সাতকানিয়ায় স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে হামলা, ভাঙচুর
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১৭ নম্বর সোনাকানিয়া ইউনিয়নে এক স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে মির্জাপুর বাংলাবাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
হামলার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সেলিম উদ্দিন চৌধুরীর বাড়িতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিনের নেতৃত্বে ২০-৩০ জন যুবককে প্রবেশ করে।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী সেলিম উদ্দিন চৌধুরী বলেন, বাড়িতে সবাই যখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে তখন কুতুব উদ্দিন তার দলবল নিয়ে আমার ঘরে হামলা করে। উঠানে থাকা শতাধিক চেয়ার ভাঙচুর করে এবং আমার নির্বাচনী ব্যানার পোস্টার ফেলে দেয়। প্রশাসনের কোনো সহযোগিতা পাচ্ছি না। ফলে আমরা আতঙ্কে দিন পার করছি।
স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে হামলার কথা স্বীকার করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন বলেন, সে নির্বাচনী প্রচার-প্রচারণায় আমার বিরুদ্ধে শ্লোগান দিয়ে যাচ্ছে। এসব শ্লোগান শুনে আমার নেতা-কর্মীরা তার বাড়িতে হামলা করে। আমি গিয়ে তাদের শান্ত করে ফিরিয়ে এনেছি। আমি ভাঙচুরের রাজনীতি পছন্দ করি না।
এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব মণ্ডল বলেন, কাল রাতে সোনাকানিয়ার একজন চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে হামলা হয়েছে শুনেছি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি সাতকানিয়ার ১৭টি ইউনিয়নে হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৮ জন।
টিএস/এসআইএইচ