রবিবার, ১০ নভেম্বর ২০২৪ | ২৫ কার্তিক ১৪৩১
Dhaka Prokash
Header Ad

সিরাজগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের ৪ জনের মৃত্যু

সিরাজগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের ৪ জনের মৃত্যু। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ আগস্ট) ভোরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- রাজশাহী জেলার বাগমারা থানার নরসিংহপুর গ্রামের জসিম উদ্দিন (৬৫), তার স্ত্রী ময়না খাতুন-৬০) ও তাদের দুই ছেলে জামাল উদ্দিন (৪৫) ও কামাল উদ্দিন (৪০)।

উল্লাপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাব অফিসার মো. নুরুল ইসলাম বাবু বলেন, ভোর রাতে আমরা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চারজনের মরদেহ উদ্ধার করি। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি, প্রাইভেটকারে এক পরিবারের চারজন ঢাকা থেকে আসছিলেন। এ সময় ঢাকাগামী একটি ট্রাক প্রাইভেটকারটিকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আমরা খবর পেয়ে চারজনের মরদেহ উদ্ধার করি। আহত কারচালককে হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, নিহতদের মধ্যে কেউ একজন অসুস্থ ছিলেন। ঢাকায় চিকিৎসা শেষে বাড়ি ফিরছিলেন তারা। গাড়ির ভেতরে প্যাথলজিক্যাল বিভিন্ন কাগজপত্র পাওয়া গেছে। হাটিকুমরুল গোলচত্বর হাইওয়ে থানা পুড়িয়ে দেওয়ার পর থেকেই মহাসড়কে পুলিশ নেই। ফলে দুর্ঘটনার পরপরই দ্রুত ট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হয়েছে। সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে আসার পর নিহতের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. তাজ উদ্দিন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানা এনেছি। স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসার পর এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Header Ad

আসিফ নজরুলকে হেনস্থাকারী সেই আ.লীগ নেতা শ্যামলের বাড়ি টাঙ্গাইল, শাস্তি চায় এলাকাবাসী

আ.লীগ নেতা শ্যামল। ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরে অন্তবর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলকে হেনস্তাকারী সেই আওয়ামী লীগ নেতা শ্যামল খানের বাড়ী টাঙ্গাইল। তিনি টাঙ্গাইল পৌর শহরের পশ্চিম আকুর টাকুর পাড়ার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা।

শ্যামল খান সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে টাঙ্গাইলের সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। শাস্তি চেয়েছেন টাঙ্গাইলের সাধারণ মানুষ।

স্থানীয় মনসুর বিন সাইদ বুলবুল বলেন, আইন উপদেষ্টার সাথে এই দুর্ব্যবহার করা শ্যামল খানের ঠিক হয়নি। আমরা তার শাস্তি দাবি করছি।

একই এলাকার মামুন বলেন, বিগত দিনে জাতীয় নির্বাচনের সময় শ্যামল খান দেশে এসে আওয়ামী লীগের প্রার্থীদের টাকা দিতেন। তিনি আওয়ামী লীগের ডোনার ছিলেন। সেই টাকা দিয়ে অবৈধভাবে নির্বাচন করে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছেন। তিনি যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন তা টাঙ্গাইলের জন্য মানহানিকর। আমরা তার বিচার চাই।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক মো. আল আমিন বলেন, ড. আসিফ নজরুল খান একজন সম্মানিত ব্যক্তি। ২৪ এর অভ্যুত্থানের একজন যোদ্ধা। রবিবার (১০ নভেম্বর) শ্যামল খানের বাসার অভিমুখে কর্মসূচি পালন করা হবে।

এ ঘটনায় শ্যামলা খানের ভাই কামরুল হাসান খান বাবুল বলেন, তিনি প্রায় ৩০ বছর যাবত সুইজারল্যান্ডে বসবাস করে আসছেন। পাঁচ ভাই ও এক বোনের মধ্যে শ্যামল খান চতুর্থ। শুনেছি তিনি বিগত ১০ বছর যাবত আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।

উল্লেখ্য, সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডি এবং সংস্থাটির গুরত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে বৃহস্পতিবার (৭ নভেম্বর) দেশে ফিরছিলেন উপদেষ্টা আসিফ নজরুল। দূতাবাসের প্রটোকলে তিনি গাড়ি করে সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরে পৌঁছান।

এ সময় দূতাবাসের প্রটোকল আইন উপদেষ্টার সঙ্গে ছিল। গাড়ি বিমানবন্দরে নামার পর একদল লোক এসে আইন উপদেষ্টাকে ঘিরে ধরেন। উপদেষ্টা জেনেভা বিমানবন্দরে প্রবেশের আগ পর্যন্ত হেনস্তাকারীরা তাকে বিরক্ত করেছেন।

সুইজারল্যান্ডের বেশ কয়েকটি সূত্র নিশ্চিত করেছে, সেখানে সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জমাদার ও সাধারণ সম্পাদক শ্যামল খানসহ অন্য আওয়ামী লীগ নেতারা সেখানে নেতৃত্ব দেন।

Header Ad

পলাতকদের ফেরাতে শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করছে সরকার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য পলাতকদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে যাচ্ছে সরকার। রবিবার (১০ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুরনো ভবনের সংস্কার কাজ পরিদর্শন শেষে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল সাংবাদিকদের এ তথ্য জানান।

ড. আসিফ নজরুল বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) আওয়ামী লীগের পক্ষ থেকে সরকারের বিরুদ্ধে দেওয়া অভিযোগকে সরকার গুরুত্ব সহকারে নিচ্ছে না। তিনি জানান, আওয়ামী লীগের এই অভিযোগের পেছনে সরকারের মর্যাদা ক্ষুণ্ন করার উদ্দেশ্য রয়েছে এবং এটি গৃহীত হওয়ার মতো যথাযথ কোনো কারণ নেই।

আইন উপদেষ্টা আরও জানান, "এটা কোনো মামলা নয়; বরং আইসিসির প্রসিকিউশন অফিসকে একটি পিটিশন আকারে জানানো। পৃথিবীর যে কেউ এ ধরনের পিটিশন দাখিল করতে পারেন। তবে, এটি ভিত্তিহীন ও অবিশ্বাস্য দাবি, এবং এটিকে রিট করারও কোনো কারণ নেই। এটি শুধুমাত্র ফ্যাসিস্টচক্র কর্তৃক বাংলাদেশ ও বিশ্ব জনমতকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে চালানো মিথ্যা প্রচারণার একটি অংশ।"

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, "আমরা ব্যক্তি পর্যায়ে তদন্তে গিয়ে তাদের দলের ব্যাপারে বিস্তারিত তথ্য পেয়েছি। দল হিসেবে সরাসরি তাদের বিরুদ্ধে তদন্ত শুরু না হলেও, সরকার যদি কোনো সময় দল হিসেবে বিচার শুরু করার সিদ্ধান্ত নেয়, তখন আমরা সেই প্রক্রিয়া শুরু করব। আপাতত আমরা ব্যক্তি পর্যায়ের বিচারের দিকেই বেশি গুরুত্ব দিচ্ছি।"

সরকারের এই পদক্ষেপ দেশের আইনি কাঠামোতে আন্তর্জাতিক বিচার ব্যবস্থার সাথে সমন্বিতভাবে কাজ করার এক অভিপ্রায় তুলে ধরছে, যা দেশের মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Header Ad

শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে মির্জা ফখরুলের বাণী

ছবি: সংগৃহীত

শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে বাণী দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৯ নভেম্বর) রাতে বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাণীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বৈরাচারবিরোধী আন্দোলনের বীর শহীদ নূর হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

তিনি বলেন, ‘শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আমি স্বৈরাচারবিরোধী আন্দোলনের মহান শহীদ নূর হোসেনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।

গণতন্ত্রকে মুক্ত করতে গিয়ে ১৯৮৭ সালের ১০ নভেম্বর স্বৈরশাসকের তপ্ত বুলেটের শিকার হয়েছিলেন নূর হোসেন। সেদিন তার আত্মত্যাগ এদেশের গণতন্ত্রপ্রিয় মানুষকে অধিকার আদায়ের সংগ্রামে অনপ্রাণিত করেছিলো। নূর হোসেনের আত্মদানের ধারাবাহিকতায় ১৯৯০ সালে সংঘটিত হয়েছিলো সফল ছাত্র গণঅভ্যুত্থান। পতন হয়েছিলো নির্দয় স্বৈরশাসকের, মুক্ত হয়েছিল বহুদলীয় গণতন্ত্র। আজও গণতন্ত্র পুনঃরুদ্ধারের সংগ্রামে শহীদ নূর হোসেন আমাদের প্রেরণা। তার দৃষ্টান্ত অনুসরণ করে বাংলাদেশের গণতান্ত্রিক বিকাশ নিশ্চিত করতে হবে। আর এ জন্য আমাদেরকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে।

বাণীতে তিনি আরও উল্লেখ করেন, নূর হোসেনের সেই আত্মদানকে আমরা বৃথা যেতে দিতে পারি না। নব্বইয়ে অর্জিত গণতন্ত্রের পথচলাকে আবারো বাধাগ্রস্ত করা হয়েছে। গণতন্ত্র ও নির্বাচনকে নির্বাসনে পাঠিয়ে মাস্তানতন্ত্র কায়েম করা হয়েছিল। জুলাই আগস্টের অভ্যুত্থানে স্বৈরাচারের পতনের পর মানুষ নতুন করে স্বপ্ন দেখছে। গণতন্ত্র ও নির্বাচনের পথে সব বাধা দূর করে মানুষের নাগরিক স্বাধীনতা নিশ্চিত করতে হবে। বাংলাদেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিয়ে জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠার মাধ্যমে জনশাসন কায়েম করতে হবে। নূর হোসেনের মতো সাহসিকতা নিয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।

Header Ad

সর্বশেষ সংবাদ

আসিফ নজরুলকে হেনস্থাকারী সেই আ.লীগ নেতা শ্যামলের বাড়ি টাঙ্গাইল, শাস্তি চায় এলাকাবাসী
পলাতকদের ফেরাতে শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করছে সরকার
শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে মির্জা ফখরুলের বাণী
ট্রাম্পের ছবি নিয়ে হাসিনার নির্দেশনা বাস্তবায়নকারী ১০ জন গ্রেপ্তার
গলায় রশি পেঁচানো অবস্থায় নিখোঁজ মুনতাহার মরদেহ মিলল পুকুরে
আফগানিস্তানকে হারিয়ে সিরিজে ফিরল বাংলাদেশ
আজ শহীদ নূর হোসেন দিবস
গাজায় ইসরায়েলি হামলায় ১ দিনে আরও ৪৪ ফিলিস্তিনি নিহত
আ.লীগের কর্মসূচি ঠেকাতে রাতেই জিরো পয়েন্ট দখলে নিল ছাত্র-জনতা
গুম কমিশনকে সব ধরনের সহায়তা দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রিমান্ডে অসুস্থ জুনাইদ আহমেদ পলক, হাসপাতালে ভর্তি
বাংলাদেশিদের জন্য ভারতে লালগালিচা বিছিয়ে রেখেছেন তিনি: অমিত শাহ
আ.লীগ প্রতিরোধে একই স্থানে বৈষম্যবিরোধী ছাত্রদের পাল্টা কর্মসূচি
ষড়যন্ত্র রুখতে ভোটের অধিকার নিশ্চিত করতে হবে: তারেক রহমান
ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৪
আফগানিস্তানকে ২৫৩ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
গাইবান্ধায় জিইউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ উদ্বোধন
তারেক রহমানের ৩১ দফা অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে: টুকু
তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন দীঘি
‘নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হাতে নিহত ৮৬ জন’