ফুলগাজীতে খালের পানি বন্ধ করে প্রভাবশালীর মাছ চাষ
ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর শ্রীপুর গতিয়া খালের সেতুর নিচে দেওয়াল নির্মাণ করে পানির গতপথ বন্ধ করে মাছ চাষের অভিযোগ উঠেছে। এক বছর ধরে স্থানীয় মো. হারুন মিয়া খালের ওপর দেওয়াল নির্মাণ করে মাছ চাষ করছেন। এতে ব্যাহত হচ্ছে কৃষি কাজ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দেয়াল নির্মাণের ফলে বর্ষা মৌসুমে কৃষি জমিতে পানি জমে যায়। পানি নিষ্কাশনের পথ থাকে না। এ ছাড়া শুষ্ক মৌসুমে ধান রোপণ করলেও পানির কারণে কৃষি কাজে সমস্যার সম্মুখীন হয় কৃষকরা। দেয়াল নির্মাণের আগে বর্ষার পানি পাশে প্রবাহিত গতিয়া খালে নেমে যেত। কিন্তু এখন এখান পানি নিষ্কাশনের কোনো উপায় নেই।
এলাকাবাসীরা জানান, উপজেলার মুন্সীরহাট ও দরবারপুর দুটি ইউনিয়নের মাঝামাঝি গতিয়া খালের ওপর সেতু নির্মাণের প্রায় এক বছর পর থেকেই হারুন মিয়া সেতুর নিচে দেওয়াল নির্মাণ করে সেখানে মাছ চাষ করছেন। এলাকার কৃষকরা বিষয়টি নিয়ে হারুন মিয়ার কাছে গেলে তিনি স্হানীয় কৃষকদের ভয়ভীতি দেখান। এর আগেও গত বছর গতিয়া খালের বাঁধে হারুন ঘর নির্মাণ করতে গেলে প্রশাসন বাধা দিলে তা আর করতে পারেনি।
স্থানীয় কৃষক কামরুজ্জামান বলেন, হারুনের এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে কৃষকরা অভিযোগ দিতে সাহস পায় না।
হারুন মিয়া জানান, প্রায় এক একর জমির উপর তার মাছের ঘের রয়েছে। ঘেরের পানি ধরে রাখার জন্য তিনি সেতুর নিচে খালের ওপর দেয়াল নির্মাণ করেন। পানি গতিপথের জন্য দেয়ালের ওপার তিনি সামান্য যায়গা ফাঁকা রেখেছেন।
দরবারপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নিজাম উদ্দিন মজুমদার জানান, বিষয়টি তিনি শুনেছেন। এভাবে সরকারি স্থাপনায় দেওয়াল নির্মাণ করা এক ধরনের বেআইনি কর্মকাণ্ড।
ফুলগাজী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল আলম আজমীর জানান, এক বছর আগেও রাতের অন্ধকারে হারুন মিয়া গতিয়া খালের যায়গা দখল করে ঘর নির্মাণ করতে যান। বিষয়টি নিয়ে তিনি তখন আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থাপন করলে পরে প্রশাসনের বাধার মুখে একপর্যায়ে তিনি ঘর নির্মাণ থেকে পিছিয়ে যান।
ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌসী বেগম জানান, বিষয়টি তিনি শুনেছেন। তবে দেয়াল নির্মাণের বিষয়ে সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসএন