ভারতে পালানোর সময় রাসিক কাউন্সিলর রজব আলীসহ দুজন আটক
ভারতে পালানোর সময় রাসিক কাউন্সিলর রজব আলীসহ দুজন আটক। ছবি: ঢাকাপ্রকাশ
ভারতে পালিয়ে যাওয়ার সময় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ১ নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সহ দুজন পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে বিজিবি।
বুধবার (৭ আগস্ট) দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে পালানোর সময় তাদের আটক করা হয়।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজশাহী সিটি করপোরেশনের ১ নং ওয়ার্ড কাউন্সিলর ও একই ওয়ার্ডের সাধারণ সম্পাদক রাজশাহী জেলার কাশিয়াডাঙ্গা থানার বুড়িমারী পাড়ার মোয়াজ্জেম হোসেনের ছেলে রজব আলী (৫০) ও তার আপন ভাতিজা আলী রেজার ছেলে নাজমুল হক (৩৪) বৈধপথে দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধীনস্থ দর্শনা আইসিপিতে কর্তব্যরত বিজিবি'র হাতে আটক হয়েছেন।