বোরকা পরে পালিয়েও শেষ রক্ষা হলো না যুবলীগ নেতার
বোরকা পরে পালিয়েও শেষ রক্ষা হলো না যুবলীগ নেতার। ছবি: সংগৃহীত
ফেনীতে বোরকা পরে পালানোর সময় যুবলীগ নেতাকে আটক করে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এর আগে তাকে গণপিটুনি দেওয়া হয়।
মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামের কইন্না খাল থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। মুশফিকুর রহিম ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন যুবলীগের দফতর সম্পাদক ছিলেন।
স্থানীয়রা জানান, নিহত মিশু যুবলীগের রাজনীতির পাশাপাশি ধলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন মুন্সির ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। সোমবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার খবর চাউর হলে এলাকায় উত্তেজনা তৈরি হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা মিছিল শুারু করে ধলিয়া বাজারে অবস্থান নেয়। খবর পেয়ে সে বাড়িতে আত্মগোপন করেন। সন্ধ্যায় একদল দুর্বৃত্ত মিশুর বাড়িতে হামলা চালায়। এ সময় প্রাণ ভয়ে পালিয়ে যান তিনি।
স্থানীয়দের ধারণা, প্রাণ বাঁচাতে মিশু বোরকা পরে পালানোর সময় দুর্বৃত্তরা তাকে আটক করে গলায় ফাঁস দিয়ে হত্যার পর মরদেহ খালে ফেলে দেয়।
সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় জানান, যে স্থানে মরদেহ পাওয়া গেছে সেটি ফেনী সদর থানার আওতাধীন, তাই আমরা ব্যবস্থা নিতে পারিনি।