পুড়ে ছাই নরসিংদী কারাগার, যেভাবে পালিয়ে যান ৮২৬ বন্দী
পুড়ে ছাই নরসিংদী কারাগার। ছবি: সংগৃহীত
নরসিংদী জেলা কারাগারের মূল ফটক ভেঙে, ভবন পুড়িয়ে দিয়ে ৮২৬ বন্দি পালানোর ঘটনার চারদিন পর সেখানে এখন শুধুই পোড়া গন্ধ। সেদিনের সেই হামলায় নরসিংদী কারাগার শুধু পুড়ে ছাই হয়নি, অস্ত্রাগার থেকে ৮৫টি অস্ত্র ও ৮ হাজার গুলি লুট করেছে দুর্বৃত্তরা।
গত শুক্রবার (১৯ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা কারাগারের অফিসকক্ষ, অস্ত্রাগার, বন্দিশালা, ব্যারাক, অফিসারদের বাসাবাড়ি, গ্যারেজে থাকা গাাড়ি, মোটরসাইকেলসহ বিভিন্ন ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
পালিয়ে যাওয়া ৮২৬ বন্দীর মধ্যে অনেকেই আবার আত্মসমর্পণ করেছেন। মঙ্গলবার (২৩ জুলাই) বেলা সাড়ে তিনটার দিকে তারা কারাগারের সামনে আত্মসমর্পণ করতে আসেন। কিন্তু তাদের আদালতে বা থানায় যাওয়ার পরামর্শ দেয় কারা কর্তৃপক্ষ।
ইয়াকুব মিয়া (৪৫), আপন মিয়া (৩০), বোরহান উদ্দিন (৩৫) ও মো. জাকির হোসেন নামের এই আসামিরা সবাই নরসিংদী কারাগার থেকে পালিয়েছিলেন। এদের কেউ সাজাপ্রাপ্ত আসামি, কেউবা বিচারাধীন মামলায় কারাগারে ছিলেন। চার বন্দীর মধ্যে মাদক মামলার আসামি আপন মিয়া ২ মাস, বোরহান উদ্দিন ১৫ দিন ও মো. জাকির হোসেন ৬ মাস ধরে কারাগারে ছিলেন। তারা জামিনের অপেক্ষায় আছেন। স্বজনদের পরামর্শে তারা ফিরে এসেছেন।
হত্যা মামলায় সাজাপ্রাপ্ত ইয়াকুব মিয়া জানান, হত্যা মামলায় ২০১৫ সালে তার ফাঁসির রায় হয়েছিল। পরে উচ্চ আদালত তার সাজা কমিয়ে ১০ বছরের কারাদণ্ড দেন। ৮ বছরের সাজা খাটা শেষ হয়েছে। ঘটনার দিন পালাতে বাধ্য হয়েছিলেন তিনি। এখন আত্মসমর্পণ করতে চান।
নরসিংদী কারাগার থেকে পালিয়ে যাওয়া ৮২৬ বন্দীর মধ্যে ১৩১ জন আত্মসমর্পণ করেছেন। এর মধ্যে ৫ জন থানায় ও ১২৬ জন আদালতে গিয়ে আত্মসমর্পণ করেন। এছাড়া পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছেন চারজন।
মঙ্গলবার বিকেলে নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এসব তথ্য জানান। পুলিশ সুপার বলেন, গত ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে কারাগার থেকে লুট হওয়া ১৮টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হয়েছেন ৩১ জন। এ নিয়ে এখন পর্যন্ত ৩৩টি অস্ত্র উদ্ধার ও ৯৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অস্ত্র উদ্ধার ও জড়িত আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
ঘটনার বর্ণনা দিয়ে একাধিক কারারক্ষী ও এলাকাবাসী জানান, শুক্রবার বিকেল সোয়া চারটার দিকে হামলাকারীরা মুহুর্মুহু ইটপাটকেল ছুড়তে ছুড়তে কারাগারের দুই দিকের ফটক ভেঙে ভেতরে ঢোকেন। এ সময় কারাগারকে লক্ষ্য করে পেট্রলবোমা মারা হয়। এতে নানা জায়গায় আগুন ধরে যায়। হামলাকারীরা কারারক্ষীদের থেকে ছিনিয়ে নেয়া চাবি দিয়ে বন্দীদের অনেকগুলো কক্ষের তালা খুলে দেন। কিছু কক্ষের তালা ভেঙে ফেলা হয়। চারপাশ ধোঁয়ায় ছেয়ে যায়। এ সময় হামলাকারীরা আসামি ছিনিয়ে নেন। একে একে ৮২৬ বন্দী পালিয়ে যান। এ সময় অস্ত্রাগার ও কারারক্ষীদের থেকে ৮৫টি অস্ত্র ও ৮ হাজার ১৫০টি গুলি লুট করা হয়।
জেল সুপার আবুল কালাম আজাদ বলেন, কারাগারে ৮২৬ জন আসামি ছিল। অস্ত্রাগার থেকে ৬৬টি চায়নিজ রাইফেল ও ১৯টি শর্টগান লুট করা হয়। এছাড়া রাইফেলের ৭ হাজার গুলি ও শর্টগানের এক হাজার ১৫টি গুলি লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
তিনি বলেন, কারাগারের ভেতরে কয়েকটি বন্দিশালায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। কারাগারের প্রয়োজনীয় সব কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। কারাগারের অবশিষ্ট বলতে কিছু নেই। দুর্বৃত্তদের প্রায় সবাই মধ্যম বয়সী। অনেকে মাক্স পরা ছিল।
তিনি জানান, শুক্রবার কারাগারে মোট ১০৪ জন দায়িত্বরত ছিল। আত্মরক্ষার্থে তারা গুলি করার সুযোগ পায়নি। ১০-১২ হাজার লোক। পিস্তল, চাপাতি, চায়নিজ কোড়াল, হকিস্টিক, লোহার রড, বড় বড় রাম দা, হ্যামারসহ দেশি অস্ত্র নিয়ে কারাগারে হামলা চালায়।
কারারক্ষী সালাহ উদ্দিন মোল্লা জানান, দুর্বৃত্তরা প্রথমে পেছনের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। তারপর কয়েকটি মোটরসাইকেলে আগুন দেয় ও ইটপাটকেল নিক্ষেপ করে। এর মধ্যেই চতুর্দিক থেকে কয়েক হাজার লোক কারাগারে প্রবেশ করে। পরে সবাই মিলে হ্যামার দিয়ে কারাগারের মূল ফটক ভেঙে ফেলে। আমাদের যারা পোশাক পরিহিত ছিল, তাদের প্রচণ্ড মারধর করে।
কারারক্ষী পাভেল বলেন, চতুর্দিক থেকে মৌমাছির মতো একসঙ্গে আক্রমণ চালিয়ে দুর্বৃত্তরা গেট ও সব অস্ত্র তাদের দখলে নিয়ে নেয়।
কারাগারের মূল ফটকে দায়িত্বপ্রাপ্ত কারারক্ষী নাজিমুর রহমান বলেন, হ্যামার দিয়ে যখন মূল ফটকে সজোরে ধাক্কা দেয়, তখন ফটকের ছিটকিনি খুলে যায়। আমরা বস্তা, টেবিল দিয়ে আটকানোর চেষ্টা করেছি। ব্যর্থ হয়েছি। আমাদের কেউ সহযোগিতা করেনি। আমরা যে আমাদের অস্ত্র নিয়ে প্রতিরোধ করব, সেই পরিবেশ ছিল না। আমাদের প্রতিটি বন্দি লকারে ছিল। তারা প্রতিটি তালা ভেঙে বন্দিদের নিয়ে গেছে।