কাশির সিরাপের সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে সেবন করে ২ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের হাটহাজারীতে কাশির সিরাপের সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে সেবন করে ২ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৩ জুন) ভোরে পৌরসভার পশ্চিমে হাটে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হাটহাজারী বাজারের সবজি ব্যবসায়ী মো. রাসেল (১৮) ও সবজির দোকানের কর্মচারী মো. শাকিল (১৪)।
নিহত সবজি বিক্রেতা মো. রাসেল হাটহাজারীর দেওয়াননগর এলাকার হামিদ আলী তালুকদার বাড়ির আব্দুস শুক্কুরের ছেলে এবং মো. শাকিল একই এলাকার সিদ্দিক আহমেদ বাড়ির মৃত ইলিয়াসের ছেলে।
নিহত রাসেলের বোনের জামাই হাবিব জানান, দুইজন রাতে ফার্মেসি থেকে কাশির সিরাপ নিয়ে ঘটনাস্থলে যায়। কাশির সিরাপের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে তারা সেবন করে। অতিরিক্ত সেবন করার কারণে তারা মুমূর্ষু হয়ে পড়ে। ভোরে দুজনকে হাটহাজারী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের এক আনসার দেখতে পেয়ে দ্রুত উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিলেক কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী থানার উপ-পরিদর্শক (এসআই) রহমত উল্লাহ। তিনি জানান, নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় পৃথক অপমৃত্যু মামলা রুজু করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।