শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ | ২৬ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

অর্ধ লক্ষ টাকা দামের খাসির চামড়া ১৫ টাকায় বিক্রি

ছবি: ঢাকাপ্রকাশ

নওগাঁয় অর্ধ লক্ষ টাকা দামের খাসির চামড়া ১৫ টাকা! কোরবানির পশুর চামড়ার প্রকৃত দাম না পেয়ে হতাশা প্রকাশ করেছেন কুরবানীদাতারা। কেউ কেউ চামড়া ফ্রিতে দিয়েছেন। এতে ক্ষোভ প্রকাশ করেছেন কুরবানীদাতারা ও চামড়ার হকদারা।

সোমবার (১৭ জুন) দুপুর থেকে নওগাঁ শহরের গোস্তহাটির মোড় চামড়া গুদাম এলাকায় গিয়ে দেখা যায়, ফড়িয়ারা বিভিন্ন জায়গা থেকে রিকশা, ভ্যান এবং চার্জারে করে চামড়া নিয়ে এসে বিক্রি করছেন। ঈদের প্রথম দিন দুপুরে চামড়া নিয়ে এসে কিছু ফড়িয়াকে বিক্রি করতে দেখা গেছে। জেলা প্রাণিসম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, জেলায় কোরবানি পশুর লক্ষ্যমাত্রা ছিল সাড়ে ৭ লাখ। নওগাঁয় কোরবানি পশু জবাইয়ের লক্ষ্যমাত্রা ছিল প্রায় ৩ লাখ ৭৯ হাজার।

নওগাঁ আত্রাই উপজেলার বান্ধাইঘরা এলাকার মোহাম্মদ আলী সোমবার দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় খাসির একটা চামড়া বিক্রি করতে এসেছেন। সেখানে কথা হয় ঢাকাপ্রকাশের সঙ্গে তিনি বলেন, ‘গত ৫ বছর ধরে ঈদুল আজহা দিন এলেই ব্যবসায়ীরা গরিবের হক মেরে খাওয়ার শুরু করছে। ৫০ হাজার টাকার খাসির চামড়া দাম দিতে চাচ্ছে ১৫ টাকা। যে সকল ব্যবসায়ীরা গরিবের হক মেরে খাচ্ছে তারা মানুষ নয় অমানুষ বলে জানান তিনি।’

ঈদুল আজহা এলে বাড়ি বাড়ি ঘুরে চামড়ার টাকা সংগ্রহ করেন শহরের পৌর এলাকার মুক্তির মোড়ের রিকশা চালক করিম দেওয়ান (ছদ্মনাম)। তিনি ঢাকাপ্রকাশকে বলেন, যাদের সামর্থ্য রয়েছে তারা কুরবানি দিয়েছে। সকাল থেকে তাদের বাড়িতে যাচ্ছি। গত কয়েক বছর থেকে ১০০ টাকা ২০০ টাকা পেলেও এবার ৬০ টাকার মতো পেয়েছি। ক্ষোভ প্রকাশ করে করিম দেওয়ান বলেন, ‘গরিবের হক মেরে খাওয়ার ফল আল্লাহ সহ্য করবেন না।’

পার নওগাঁ এলাকার মরিয়ম (ছদ্মনাম) বলেন, ‘প্রতি বছরই মানুষের বাড়ি বাড়ি ঘুরে টাকা সংগ্রহ করি। এইবার যার বাড়িতেই গেছি সবাই বলে চামড়ার দাম কম। তাই, ব্যবসায়ীদের চামড়া বিনামূল্যে দিয়ে দিছে। আমার মতো গরিব মানুষের হকের টাকা মাইরা খাইয়া ঠিক হইতাছে না। গরিবের হক মেরে খাওয়ার বিচার আল্লাহ করবে।’

উকিল পাড়া এলাকার একটি বাড়িতে ৪টি খাসি ও ১টি গরু কোরবানি করা হয়। কিন্তু দিন গড়িয়ে বিকেল হলেও চামড়ার ক্রেতা পাওয়া যায়নি। পরে স্থানীয় ফড়িয়া ব্যবসায়ী মোনায়েমকে ডেকে এনে খাসির চামড়াগুলো দিয়ে দেওয়া হয়। তিনি বাজারে গিয়ে ৪টি খাসির চামড়া মাত্র ৪০ টাকা বিক্রি করেন।

মোনায়েম ঢাকাপ্রকাশকে বলেন, ‘৪ টি খাসির চামড়া মাত্র ৪০ টাকায় বিক্রি করতে পেরেছি। এর বেশি কেউ দিতে চাননি। পরে ওই ৪০ টাকা চামড়ার মালিককে বুঝিয়ে দিয়েছি।’

সরকার দাম নির্ধারণ করে দিলেও আড়তদাররা সেই দাম দিচ্ছেন না। তাই কম মূল্যে চামড়া কিনতে হচ্ছে বলে চামড়া ব্যবসায়ী সমসের ঢাকাপ্রকাশকে বলেন, ‘প্রতি বছর সরকার নির্ধারিত দামে চামড়া বিক্রির কথা থাকলেও ট্যানারি মালিকরা সিন্ডিকেট করে দাম কমিয়ে দেন। ফলে আমরা লোকসানের মুখে পড়ি। তাই আমরা বেশি দামে চামড়া কিনতে পারি না।’

সান্তাহার ঢাকা রোড মাদ্রাসার থেকে চামড়া সংগ্রহ করতে এসেছে হযরত ফাতেমা (রাঃ) মহিলা হাফেজিয়া ও নূরানী মাসরাসা ও লিল্লাহ বোডিং এর শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে তিনি ঢাকাপ্রকাশকে বলেন, ‘চামড়া কুরবানী দাতারা দান করলেও দাম পাওয়া যাচ্ছে না। গরু ৩/৪ শত টাকা, খাসির চামড়া ১০ টাকা থেকে ১৫ টাকা দিচ্ছে।’

এ প্রসঙ্গে নওগাঁ জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপের সভাপতি মো. মমতাজ হোসেন ঢাকাপ্রকাশকে বলেন, ‘প্রতিটি খাসির চামড়া কিনছি ১৫/২০ টাকা দরে। প্রতিটি চামড়া প্রস্তুত করতে লবণ প্রয়োজন ২ কেজি যার বর্তমান মূল্য ৪০ টাকা, লেবার ২০ টাকা,পরিবহণ খরচ ৫ টাকা, আড়ত খরচ ৫ টাকা সর্বমোট ৯০ টাকা খরচ পরে প্রতিটি চামড়া প্রতি। ট্যানারিতে বিক্রির সময় ১০০ চামড়ায় মধ্য ১০ টি বাতিল হয়ে যায়। প্রসেস করার পর ২০ টাকা ফুট চামড়া ৪/৫ ফিট চামড়ার বিক্রি দাঁড়ায় ৯০ থেকে ১০০ টাকায়। তাহলে আপনারাই বলুন চামড়া ব্যবসা করবো কিভাবে? চামড়ায় লবণ দেওয়ার আগে আন্তর্জাতিক বাজারেও চামড়ার চাহিদা কম। তাই সবমিলিয়ে ব্যবসাটা কোনোভাবেই ভালো হচ্ছে না।’

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু তালেব ঢাকাপ্রকাশকে বলেন, ‘জেলায় কোরবানি পশু জবাইয়ের লক্ষ্যমাত্রা প্রায় ৩ লাখ ৭৮ হাজার। যা গত বছরের তুলনায় ৩৪ হাজার বেশি। এসব কোরবানি পশুর চামড়া সুন্দরভাবে সংরক্ষণের পাশাপাশি সাধারণ মানুষ যাতে ন্যায্য দাম পান সে বিষয়ে জেলা প্রশাসক সংশ্লিষ্টদের নিয়ে মিটিং করেছেন। দাম নিশ্চিত করতে আমরাও নজরদারি করছি।’

Header Ad
Header Ad

খুলনাকে প্রথম হারের স্বাদ দিয়ে রাজশাহীর দুর্দান্ত জয়

ছবি: সংগৃহীত

চলমান বিপিএলের ঢাকা পর্বে দুর্দান্ত শুরু করেছিল খুলনা টাইগার্স, তারা প্রথম দুই ম্যাচে জয় পেয়েছিল। তবে সিলেটে তাদের তৃতীয় ম্যাচে ২৮ রানের জয় তুলে নেওয়ার মধ্যে দিয়ে খুলনাকে প্রথম হারের স্বাদ উপভোগ করালো দুর্বার রাজশাহী। এটি রাজশাহীর দ্বিতীয় জয়, যার ফলে তারা ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে অবস্থান করছে।

শুক্রবার (১০ জানুয়ারি) রাজশাহী প্রথমে ব্যাট করে ১৭৯ রানের লক্ষ্য খুলনার সামনে ছুঁড়ে দেয়। জবাবে খুলনা ৩ বল হাতে থাকতে ১৫০ রানে অলআউট হয়ে যায়, ফলে ২৮ রানে জয় পায় রাজশাহী।

খুলনা চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইলিয়াম বোসিসটো (৬) এবং মিরাজ (১) সহ বেশ কয়েকজন ব্যাটসম্যান দ্রুত আউট হন। ওপেনার নাঈম ২৪ বল খেলে ২৬ রান করেন, কিন্তু তিনি আউট হয়ে গেলে খুলনার হাল ধরতে আফিফ হোসেন এবং মাহিদুল ইসলাম অঙ্কন চেষ্টা করেন। তবে তারা বড় ইনিংস খেলতে পারেননি, আফিফ ৩০ বলে ৩৩ রান এবং অঙ্কন ১১ বলে ১৮ রান করেন।

ইমরুল কায়েস ৬ বলে ১৭ রান করার পর দ্রুত আউট হন এবং আবু হায়দার ৪ বলে ৪ রান করে তাকে সঙ্গ দেন। ১১২ রানে ৭ উইকেট হারিয়ে খুলনা ম্যাচ থেকে ছিটকে যায়। শেষ পর্যন্ত মোহাম্মদ নাওয়াজ (৯), নাসুম আহমেদ (১৮) এবং সালমান এরশাদ ৫ রানে আউট হলে খুলনা ৩ বল হাতে থাকতে ১৫০ রানে অলআউট হয়।

রাজশাহীর বোলার তাসিকন আহমেদ, সোহাগ গাজী এবং রায়ান বার্ল দুটি করে উইকেট নেন। এছাড়া জিসান আলম, এসএম মেহরাব এবং মৃত্যুঞ্জয় চৌধুরী একটি করে উইকেট শিকার করেন।

এর আগে রাজশাহী ব্যাট করতে নেমে মোহাম্মদ হারিস এবং জিশান আলমের ব্যাটে ভর করে ৪৪ রান তুলতে সক্ষম হয়। হারিস ২০ বলে ২৭ রান করেন, তবে এনামুল হক বিজয় (৭) এবং এসএম মেহরাব (৫) দ্রুত আউট হয়ে যান। এরপর ইয়াসির আলী এবং রায়ান বার্লের দৃঢ় ব্যাটিংয়ে রাজশাহী ১৮তম ওভারে ১৫০ রানের কোটা পার করে। ইয়াসির ২৪ বলে ৪১ রান করে বোল্ড হন, তবে রায়ান বার্ল ২৯ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন এবং আকবর ৯ বলে ২১ রান করে দলের সংগ্রহ ১৭৮ রানে পৌঁছান।

Header Ad
Header Ad

মাইনাস টু'র আশা জীবনেও পূরণ হবে না: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশ যাত্রা নিয়ে কেউ যদি মাইনাস-টু’র কথা বলে এটা তাদের সমস্যা, উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ওই আশা জীবনেও পূরণ হবে না।

শুক্রবার (১০ জানুয়ারি) যুক্তরাষ্ট্র থেকে দেশে আসা বিএনপিসহ অঙ্গ সংগঠনের কয়েকজন নেতাদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

ম্যাডাম যাওয়ার পরে মাইনাস টু এর কথা সামনে আসছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ যদি মনে মনে মন গড়া কথা বলেন সেটা তাদের সমস্যা। বাংলাদেশ আজকে যেখানে দাঁড়িয়ে আছে, বাংলাদেশের জনপ্রিয় দল জাতীয়তা বাদী দল আজকে যেখানে দাঁড়িয়ে আছে, সবচেয়ে জনপ্রিয় নেত্রী, সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমানের অপেক্ষায় চেয়ে থাকবে বাংলাদেশ। এখন মাইনাস টু এর কথা যারা বলে, অনেকে বলে না 'উইশ ফুল থিং কিং' আশা আর কি। ওই আশা জীবনে পূরণ হবে না। ওইটা এরশাদ পারে নাই। ওইটা ওয়ান ইলেভেন (এক এগার) পারে নাই। আর এখন তো তার চেয়ে অনেক বেশি শক্তিশালী দল। সুতরাং ওই সমস্ত মনগড়া কথা বলা আর তার উত্তর দেয়ারও আমি প্রয়োজনীয়তা বোধ করি না।

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরা বিএনপির নেতাকর্মীদের কথা উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তাদের স্বাগত জানানোর মূল কারণ হচ্ছে এই লোকগুলো বিগত ১৬ বছর যুক্তরাষ্ট্রের থেকে ফ্যাসিস্ট বিরোধী স্বৈরাচার বিরোধী আন্দোলনে সোচ্চার ছিল। তারা হোয়াইট হাউজের সামনে, ক্যাপিটাল হিলে, ওয়ার্ল্ড ব্যাংকের সামনে স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে লড়েছেন। দেশে এদের সকলের আত্মীয়-স্বজনসহ সবার নামে মামলা আছে। এদের পরিবারের বিরুদ্ধে মামলা আছে। এদের অনেকে ব্যবসা হারিয়েছে, চাকরি হারিয়েছে। এদের পরিবারের অনেক লোক জীবনও দিয়েছে।

তিনি বলেন, আমরা আন্দোলনের কথা বলিতো, আন্দোলন একদিনে হয়নি। এই আন্দোলন গত ১৫-১৬ বছরের কত লোকের যে ত্যাগ স্বীকার সেটা অনেকে ভুলে যায়। আমরা শুধু রিসেন্ট আন্দোলনের কথা বলি তো। গত ১৫-১৬ বছর এই লোকগুলো কিন্তু আন্দোলনের বড় একটা অংশ। এদেরকে বাদ দিয়ে কোন আন্দোলন হয়নি। এরা যুক্তরাষ্ট্রের সরকারের ওপর চাপ সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্র সরকারের আইন প্রণেতাদের ওপর, কংগ্রেস ম্যান, সিনেটরদের ওপর চাপ সৃষ্টি করেছে। বিভিন্ন সংস্থাগুলোর উপর চাপ সৃষ্টি করেছে। তার ফলশ্রুতিতে বাংলাদেশ এদের পরিবারের উপর অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। কিন্তু এরা সেখানে থেমে থাকেনি। গত ১৫-১৬ বছর তারা দেশে আসতে পারেনি। তাদের আত্মীয়-স্বজনকে দেখতে পারেনি। তাদের পরিবারকে দেখতে পারেনি। আজ এত বছর পরে এই লোকগুলো দেশে ফিরতে সক্ষম হয়েছে।

Header Ad
Header Ad

রাফির বিরুদ্ধে ৩২ কোটি টাকা লেনদেনের সত্যতা মেলেনি

সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি। ছবি: সংগৃহীত

সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির বিরুদ্ধে ৩২ কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ তুলে সংবাদ প্রচার করে একটি অনলাইন সংবাদমাধ্যম।

গত বুধবার (৮ জানুয়ারি) এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হলে মুর্হুতেই আলোড়ন সৃষ্টি হয়। প্রতিবেদনটি প্রকাশের পর, রাফি নিজে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে সরাসরি অবস্থান তুলে ধরেছেন।

এছাড়াও রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, খান তালাত মাহমুদ রাফি ও তার মায়ের বিকাশ অ্যাকাউন্টে গত বছরের আগস্ট থেকে অক্টোবরের মধ্যে অস্বাভাবিক লেনদেনের যে দাবি তোলা হয়েছে তা সঠিক নয় বরং উল্লিখিত সময়ের মধ্যে রাফির অ্যাকাউন্টে ৩২ হাজার ৬০২ টাকার লেনদেন হয় এবং তার মায়ের নামের অ্যাকাউন্টে কোনো লেনদেনই হয়নি।

এ বিষয়ে অনুসন্ধানে ২০২৪ সালের ২৪ অক্টোবর ‘বাংলাদেশ আর্কাইভ – Bangladesh Archive’ নামে এক ফেসবুক পেজে একই দাবি সম্বলিত একটি পোস্টের সন্ধান পায় রিউমর স্ক্যানার। এই পোস্ট এবং অনলাইনে প্রচারিত প্রতিবেদনে উল্লিখিত রাফির বিকাশের লেনদেনের তথ্যগুলোয় সাদৃশ্য পাওয়া যায়।

অথাৎ, সংবাদমাধ্যমে সহ-সমন্বয়ক রাফির কথিত বিকাশ লেনদেনের বিষয়ে সম্প্রতি যে দাবি প্রচার করেছে তা অন্তত দুই মাস পূর্বেই কতিপয় ফেসবুক পোস্টে পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ আর্কাইভ পেজটির এ সংক্রান্ত পোস্টের কমেন্টে The Bengal Telegram নামে একটি পত্রিকার প্রিন্ট সংস্করণ সদৃশ পাতার স্ক্রিনশট যুক্ত করে দেওয়া হয়েছে। রিউমর স্ক্যানার কিওয়ার্ড সার্চ করে এই নামে কোনো পত্রিকার অস্তিত্ব পায়নি।

অভিযোগের প্রেক্ষিতে সেদিন সন্ধ্যায় ফেসবুকে একটি ভিডিও বার্তায় তিনি দাবি করেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা।

রাফি বলেন, ‘এ ধরনের অভিযোগে আমি অত্যন্ত হতাশ। আমি সবসময় আন্দোলনের মূল নীতির প্রতি বিশ্বস্ত ছিলাম এবং আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা নিছক একটি ষড়যন্ত্রের অংশ।’

ভিডিও বার্তায় রাফি আরও বলেন, প্রতিটি অভিযোগের সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং ষড়যন্ত্রকারীদের শাস্তি নিশ্চিত করা উচিত। তিনি এই ঘটনায় তদন্তের জন্য সরকারের প্রতি দাবি জানান।

বিকাশের ওয়েবসাইটে দেওয়া শর্ত অনুযায়ী, একজন বিকাশ একাউন্ট হোল্ডার যে কোন মুহূর্তে তার একাউন্টে সর্বোচ্চ ৩ লক্ষ টাকা রাখতে পারবেন। একজন বিকাশ গ্রাহক তার বিকাশ একাউন্ট থেকে প্রতিদিন সর্বোচ্চ ২৫ হাজার টাকা এবং প্রতি মাসে সর্বোচ্চ ১ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত টাকা তুলতে পারবেন (এজেন্ট এবং এটিএম থেকে সম্মিলিতভাবে)। অথচ, দাবি করা হচ্ছে, আগস্ট ও সেপ্টেম্বর এই দুই মাসে রাফি ও তার মায়ের অ্যাকাউন্টে লেনদেন হয়েছে যথাক্রমে ৬১ লাখ ও ৩১ লাখ টাকার বেশি যা এই শর্তবিরোধী। কারণ একটি অ্যাকাউন্ট থেকে দুই মাসে সর্বোচ্চ ৩ লক্ষ টাকা তোলা যায়।

পরবর্তী অনুসন্ধানে রিউমর স্ক্যানার রাফি ও তার মায়ের বিকাশ অ্যাকাউন্টে উল্লিখিত সময়ের লেনদেনের ইতিহাস খুঁজে বের করেছে। রাফির বিকাশ অ্যাকাউন্টের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ১ আগস্ট তার বিকাশ অ্যাকাউন্টে (০১৯৯৫৮৮৭১**) জমা ছিল ২ হাজার ৪ টাকা ২৪ পয়সা। ১ আগস্ট থেকে ১ অক্টোবর পর্যন্ত তার অ্যাকাউন্টে লেনদেন হয়েছে ৩২ হাজার ৬০২ টাকা। ১ অক্টোবর তার অ্যাকাউন্টে জমা ছিল ৯ হাজার ৭ টাকা। ২ অক্টোবর থেকে ৭ জানুয়ারি সকাল পর্যন্ত তার অ্যাকাউন্টে লেনদেন হয়েছে ১ লক্ষ ৩৮ হাজার ১৪৩ টাকা। সে সময় তার অ্যাকাউন্টে জমা ছিল ১৭৮ টাকা ২৫ পয়সা। রাফি অনলাইন প্লাটফর্ম ফেস দ্য পিপলের একটি লাইভ অনুষ্ঠানেও গতকাল (০৮ জানুয়ারি) তার অ্যাকাউন্টের সর্বশেষ স্থিতির বিষয়ে একই তথ্য দিয়েছেন।

রাফির মায়ের মোবাইল নম্বর দিয়ে খোলা অপর বিকাশ অ্যাকাউন্টে (০১৭০৯১৯৭৩**) ২০২৪ সালের ১ জুলাই থেকে গত ৭ জানুয়ারি পর্যন্ত লেনদেন হয়েছে মাত্র ২০ টাকা (২৫ অক্টোবর এই ২০ টাকা লেনদেন হয়)। অ্যাকাউন্টটিতে সর্বশেষ জমা আছে ২৩৮ টাকা ৬১ পয়সা।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

খুলনাকে প্রথম হারের স্বাদ দিয়ে রাজশাহীর দুর্দান্ত জয়
মাইনাস টু'র আশা জীবনেও পূরণ হবে না: আমীর খসরু
রাফির বিরুদ্ধে ৩২ কোটি টাকা লেনদেনের সত্যতা মেলেনি
বগুড়ার আদমদীঘিতে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে প্রাণ গেল চোরের (ভিডিও)
বেড়েছে সিগারেটের দাম, অভ্যাস ছাড়বেন যেভাবে
ট্রাম্পের অভিষেকে যাচ্ছেন না চীনের প্রেসিডেন্ট শি জিন পিং
মাজার, কাওয়ালি গানের ওপর হামলা সহ্য করা হবে না: ফারুকী
বেঙ্গলে দুই দিনের সংগীতানুষ্ঠান: শীতের সন্ধ্যায় রবীন্দ্রসংগীতের সুরধারা
মেজাজ হারিয়ে শাস্তি পেলেন তামিম ইকবাল
দুর্নীতির শঙ্কায় মাল্টার নাগরিকত্ব পাননি টিউলিপের চাচি
ক্যালিফোর্নিয়ার দাবানল নেভাতে নামানো হলো কারাবন্দিদের
শীতে কাঁপছে চুয়াডাঙ্গা
সাবেক ওসি শাহ আলমকে গ্রেফতারে সারাদেশে রেড অ্যালার্ট জারি, ধরতে চলছে যৌথ অভিযান
লস অ্যাঞ্জেলেসের দাবানল: জো বাইডেনের সমালোচনা করে চটেছেন ট্রাম্প
দেশে পাঁচজনের শরীরে নতুন ভাইরাস শনাক্ত
জিজ্ঞাসাবাদ শেষে অভিনেত্রী নিপুণকে ছেড়ে দিল পুলিশ
নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে ভিডিও ধারণ, যুবক আটক
বিমানবন্দরে নায়িকা নিপুণ আটক, লন্ডন যাত্রা বাতিল
কাতারের আমিরের উদ্দেশে ফেসবুকে তারেক রহমানের বার্তা
টিউলিপকে মন্ত্রিত্ব থেকে সরানোর চিন্তা ব্রিটিশ প্রধানমন্ত্রীর