রাস্তা নির্মাণে বাধা দিয়ে মামলা খেলেন আওয়ামী লীগ-যুবলীগ নেতা
ফেনীর সোনাগাজী উপজেলার মুহুরী প্রজেক্ট এলাকায় রাস্তা নির্মাণে বাঁধা দেওয়া ও শ্রমিকদের পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল জলিল আদর এবং আমিরাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আইয়ুব নবী ফরহাদ-সহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ঠাকুরগাঁও মায়ের দোয়া কনস্ট্রাকশন।
মামলা সূত্রে জানা যায়, মুহুরী রেগুলেটরের পূর্ব পাশের ১ হাজার ২০০ মিটার রাস্তা সংস্কারের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ঠাকুরগাঁও মায়ের দোয়া কনস্ট্রাকশন। গত ১৩ জানুয়ারি সংস্কার কাজ শুরু করার পর থেকেই আইয়ুব নবী ফরহাদ সাইড ইঞ্জিনিয়ার ও শ্রমিকদের অনবরত প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন। এ ছাড়া সংস্কার কাজে ব্যবহৃত রোড রোলার ও স্ক্যাভেটর মেশিনে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দেন।
গত ৩১ জানুয়ারি আইয়ুব নবী ফরহাদ এবং আব্দুল জলিল আদরের নির্দেশে মামুন, ফারুক, আতিক-সহ ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে কেয়ারটেকার মাইনউদ্দিন-সহ বেশ কয়েকজন শ্রমিককে মারধর করেন। এসময় মাইনুদ্দিনের একটি মোবাইল সেট নিয়ে যায় তারা।
এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানটির অংশীদার নুর ইসলাম বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে সোনাগাজী মডেল থানায় মামলা করেন।
সোনাগাজী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
এএম/এমএসপি