পঞ্চগড়ে ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত
দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে আবারও জেঁকে বসেছে শীত। চলছে মৃদু শৈত্য প্রবাহ। ঘন কুয়াশা আর তীব্র হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এ জেলার মানুষের।
বুধবার ( ০২ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেতুলিয়া আবহাওয়া অফিস। তবে সোমবার (৩১ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দিনাজপুরে ৯ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস।
এদিকে গতকাল মঙ্গলবার বিকেল থেকে জেলায় হিমেল বাতাস বইতে থাকে। তবে আকাশে মেঘ থাকায় গত কয়েক দিনের থেকে তাপমাত্রা কিছুটা বেড়েছে। হিমেল হাওয়া আর কনকনে ঠান্ডায় জেলার নিম্ন আয়ের মানুষেরা বিপাকে পড়েছে। শীতবস্ত্রের অভাবে মানবেতর জীবনযাপন করছেন। শীতের তীব্রতা থেকে রক্ষা পেতে অনেকে আগুন পোহাচ্ছে।
এএসআর/এসআইএইচ