শাহজাহান খান করোনায় আক্রান্ত
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক নৌপরিবহন মন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান।
বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ নিয়ে মাদারীপুরের নিজ বাসভবনে আইসোলেশনে আছেন।
সোমবার (৩১ জানুয়ারি) রাত ৯টার দিকে মাদারীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকরামুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. ইকরামুল হোসেন বলেন, কয়েকদিন ধরে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক নৌপরিবহন মন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান মাদারীপুর নিজ বাসভবনে অবস্থান করছেন। গত দু'দিন ধরে তার ঠাণ্ডাজনিত সমস্যা দেখা দেয়।
পরে শনিবার জেলা স্বাস্থ্য বিভাগের লোকজন তার বাসভবনে গিয়ে করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে। অ্যান্টিজেন পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। বর্তমানে তিনি মাদারীপুরের নিজ বাসভবনেই অবস্থান করছেন।
ডা. ইকরাম হোসেন আরও বলেন, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য করোনায় আক্রান্ত হওয়ায় বর্তমানে তিনি হোম আইসোলেশনে আছেন। তাকে ১০ দিন আইসোলশনে থাকতে বলা হয়েছে। তার শারীরিক অবস্থা ভালো রয়েছে।
এসআই/এমএমএ/