সেই আসপিয়াকে উপহারের জমি ও ঘর হস্তান্তর
বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাসিন্দা ভূমিহীন মৃত শফিকের মেয়ে আসপিয়া ইসলাম কাজল সম্প্রতি পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হলেও ঘর ও জমি না থাকায় অনিশ্চিত হয়ে যায় তার চাকরি। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে আসপিয়া ইসলামকে উপহারের জমি ও ঘর হস্তান্তর করা হয়েছে।
গত ২৮ ডিসেম্বর আসপিয়া পুলিশ কনস্টেবলের ট্রেনিংয়ে যোগ দিতে বরিশাল ত্যাগ করেন। বর্তমানে ট্রেনিং আছেন তিনি।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুর আড়াটার দিকে উপহারের ঘরের প্রাঙ্গণ থেকেই জমি ও সেখানে নবনির্মিত ঘরের চাবি আসপিয়া ইসলামের মায়ের হাতে হস্তান্তর করা হয়েছে। উপজেলার বড়জালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড খুন্না গোবিন্দপুর গ্রামের খুন্না গোবিন্দপুর মৌজায় ১নং খাস খতিয়ানে আসপিয়ার জন্য দুই শতাংশ জমিতে এ ঘর নির্মাণ করা হয়েছে।
চাবি ও দলিল হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ, জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গৌতম বাড়ৈ, উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ, সহকারী কমিশনার (ভূমি) রবিউল ইসলাম, বড়জালিয়ার ইউপি চেয়ারম্যান এনায়েত হোসেন হাওলাদারসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এস/এমএসপি