টাঙ্গাইলের সদর উপজেলার একটি বালিকা মাদরাসায় এক যুবক এতিমদের মাঝে অনুদানের কথা বলে বোরকা পরে প্রবেশ করার ঘটনা ঘটেছে। সোমবার (২২ এপ্রিল) করটিয়ার রওজাতুল কুরআন বালিকা মাদরাসায় এ ঘটনা ঘটে। পরে মাদরাসার কর্মীদের সন্দেহ হলে ওই যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়া হয়।
আটক ওই যুবকের নাম ফাহিম (১৯)। তিনি টাঙ্গাইল পৌরসভার ধুলেরচর এলাকার মো. ফরহাদ আলীর ছেলে।
এবিষয়ে মাদরাসার পরিচালক মাওলানা সিয়াম হোসেন জানান, হঠাৎ করে মাদরাসায় এতিম শিশুদের অনুদানের কথা বলে বোরকা পরে ওই ব্যক্তি প্রবেশ করে। তার কথাবার্তা শুনে অফিস স্টাফদের সন্দেহ হয়। পরে বিষয়টি মাদরাসার ইমামকে মোবাইলে জানালে তিনি কয়েকজন মহিলাকে নিয়ে আসেন। ওই মহিলারা তার বোরকার হিজাব খোলার পর দেখেন সে মহিলা নয়, পুরুষ। একপর্যায়ে খবর পেয়ে আশপাশের লোকজন এসে তাকে ধরে বেঁধে গণপিটুনি দেয়। পরে তাকে পুলিশের হেফাজতে তুলে দেয়া হয়।
টাঙ্গাইল সদর থানার পুলিশ পরিদর্শক আরিফ রব্বানি বলেন, ঘটনার পরপরই ছেলেটিকে আটক করে থানায় নেয়া হয়েছে। কী উদ্দেশ্যে সেখানে গিয়েছিল সেটি যাচাই-বাছাই চলছে।
ভারতে ভালো কাজের প্রলোভনে পড়ে পাচারের শিকার ২১ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশু সাজাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল বন্দরে ফিরে এসেছেন।
আজ বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ পাচার হওয়া এই বাংলাদেশিদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়। ফেরত আসাদের মধ্যে নারী, পুরুষ এবং শিশুরাও রয়েছেন, যাদের বয়স ১ থেকে ২০ বছর পর্যন্ত।
ফেরত আসাদের মধ্যে সাহিদা খাতুন (০৯), সুবর্ণা রায় (০৮), মিরাজ হোসাইন রিমন (১৭), মো. আবু জুবাইদা সান (১৮), স্নিগ্ধা বিশ্বাস (১৫), ইয়াসির আরাফ (০৭), ইন্দ্রজিৎ মন্ডল (১৪), প্রান্ত মন্ডল (১৬), আপন বিশ্বাস (১৮), মিহির জোয়দার (১৮), খাইরুল ইসলাম (১৯), সৈকত আলম (১৯), আবিদ আহমেদ (০১), শিলা আক্তার (২০), টপা খানম (১৬), আজমিরা আক্তার খাতুন (০৯), টুম্পা মন্ডল (১১), সুমাইয়া আক্তার (১৫), দিঘি বিশ্বাস (১০), সোনিয়া আক্তার (১৭) এবং সুমাইয়া আক্তার (১৭) রয়েছেন। এরা বিভিন্ন জেলার বাসিন্দা।
জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার আব্দুল মুহিত জানান, এই নারী-পুরুষ এবং শিশুরা ভালো কাজের প্রলোভনে দালালের মাধ্যমে ভারত গিয়েছিলেন এবং পরে ভারতে অনুপ্রবেশের কারণে আটক হন। এরপর আইনি সহায়তার মাধ্যমে তারা মুক্তি পেয়ে দেশে ফিরেছেন।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইব্রাহিম আহম্মেদ জানান, এই ২১ বাংলাদেশিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার ও রাইটস যশোর তাদের গ্রহণ করে পরিবারগুলোর কাছে হস্তান্তর করবে।
চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলিউড সিনেমা ঘরানার চরিত্র অ্যালেন স্বপন প্রথমবার দর্শকদের সামনে আসে ২০২২ সালে ‘সিন্ডিকেট’ ওয়েব সিরিজে, যেখানে নাসির উদ্দিন খানের দারুণ অভিনয় এবং তার চমৎকার সংলাপের জন্য সাড়া ফেলেছিল। এরপর, ২০২৩ সালে মুক্তি পায় সিরিজটির প্রথম সিজন ‘মাইশেলফ অ্যালেন স্বপন’, যেখানে রাফিয়াত রশিদ মিথিলা, আইমন শিমলা, ফরহাদ লিমন, অর্ণব ত্রিপুরা অভিনয় করেছেন।
এবার, দর্শকদের জন্য আবারো ফিরছে জনপ্রিয় এই চরিত্র অ্যালেন স্বপন। নির্মাতা শিহাব শাহীন নিয়ে আসছেন ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’, এবং আবারও অ্যালেন স্বপন চরিত্রে দেখা যাবে নাসির উদ্দিন খানকে। এই সিরিজের গানে আসছে নতুন চমক!
নতুন গান ‘বৈয়াম পাখি ২.০’ প্রকাশ পেতেই একটি বড় আলোচনা উঠে এসেছে। জানা গেছে, এই গানে কণ্ঠ দিয়েছেন আলোচিত গায়িকা জেফার রহমান। তবে, জেফার নিজেই জানিয়েছেন, তিনি নতুন বৈয়াম পাখি চরিত্রে অভিনয় করছেন না। সিরিজে তার চরিত্র কী হবে, তা জানতে দর্শকদের অপেক্ষা করতে হবে আসন্ন ঈদুল ফিতরের পর, যখন সিরিজটি দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে।
গানটির ২.০ ভার্সনে প্রথমবারের মতো একসঙ্গে কণ্ঠ দিয়েছেন নাসির উদ্দিন খান এবং জেফার রহমান। ২০২৩ সালের ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজের ‘বৈয়াম পাখি’ গানের নতুন ভার্সন এটি, যেখানে প্রথম গানে কণ্ঠ দিয়েছিলেন নাসির উদ্দিন খান। গানটি লিখেছেন খৈয়াম শানু সন্ধি, ম্যাক্স রহমান এবং শেখ কোরাশানী, এবং সুরও করেছেন খৈয়াম শানু সন্ধি।
জেফার। ছবি: সংগৃহীত
জেফার গানটি সম্পর্কে বলেন, “এটি একটি গ্যাংস্টারের কণ্ঠের গান, যেখানে বেপরোয়া ভাব ফুটে উঠেছিল। এবার একজন নারী চরিত্র এসে তাকে চ্যালেঞ্জ করছে, এবং এটি আমার কাছে বেশ আকর্ষণীয় ছিল।” ভিডিওটি স্টপ মোশন অ্যানিমেশন এবং টু-ডি, থ্রি-ডি অ্যানিমেশনের মাধ্যমে তৈরি করা হয়েছে, যা গানের সঙ্গে দর্শকদের আরও বেশি আনন্দ দেবে বলে মনে করেন তিনি।
এদিকে, জেফার তার অভিনয়ের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, “‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ সিরিজে অভিনয়ের প্রস্তাব পেয়ে আমি একদম ভাবিনি। ইন্টারেস্টিং চরিত্র পেলে আমি অভিনয়ে আগ্রহী।” এর আগেও তিনি চরকির ‘মনোগামী’ ফিল্মে অভিনয় করেছেন, তবে এটি তার প্রথম চরকির অরিজিনাল সিরিজে অভিনয়।
দর্শকরা এখন অপেক্ষা করছেন, জেফার আসলে কী চরিত্রে হাজির হবেন এবং নতুন ‘বৈয়াম পাখি ২.০’ গানটি সিরিজের পরিপূরক হিসেবে কেমন প্রভাব ফেলবে।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বুধবার (১৯ মার্চ) রাজধানীর মতিঝিলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যালয়ে অনুষ্ঠিত সেমিনারে ‘বাংলাদেশের রপ্তানি পণ্যের বৈচিত্র্যকরণ: এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ ও সুযোগ’ শীর্ষক আলোচনা সভায় মন্তব্য করেন।
তিনি বলেন, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার বিক্ষোভের মুখে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে যাওয়ার পর রাসেলস ভাইপার সাপটিও চলে গেছে। বশিরউদ্দীন বলেন, "এটা আমাদের দেশে অনেকবার আলোচিত বিষয়, সেটা হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দুর্নীতি। শেখ হাসিনা যাওয়ার পর রাসেলস ভাইপার সাপটাও চলে গেছে, আমি জানি না কেন এভাবে ঘটেছে।"
তিনি আরও বলেন, "উপদেষ্টা পরিষদ পয়সা বা টাকার জন্য আসেনি, তারা কাজের স্বচ্ছ সম্পর্ক নিয়ে একে অপরের কাছ থেকে শিখছে। আমরা একসঙ্গে কাজ করছি, এটা দুর্নীতি কমার লক্ষণ।"
এছাড়া, বশিরউদ্দীন জানান, ইন্ডাস্ট্রিয়াল স্কেলে দেশ থেকে ২৮ লাখ কোটি টাকা চুরি হয়ে চলে গেছে, তবে বর্তমানে এই পরিমাণ টাকা চুরি হচ্ছে না। তিনি বললেন, "এখনও দুর্নীতি পুরোপুরি শেষ হয়নি, তবে আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি যার মাধ্যমে দুর্নীতি কমেছে এবং সামনে আরও কমবে।"